• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বায়নাকে বেশি পছন্দ করতেন ধোনি : যুবরাজ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০  

সুরেশ রায়নাকে মাহেন্দ্র সিং ধোনি বেশি পছন্দ করতেন, তাই দলে জায়গা পেতেন না বলে মন্তব্য করেছেন ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার যুবরাজ সিং।

১৯৮৬ সালের পর ভারতকে বিশ্বকাপ এনে দিতে যার অবদান উল্ল্যেখযোগ্য তিনি যুবরাজ সিং। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে তার ৬ বলে ছয় ছক্কা ও ১২ বলে ফিফটি তুলে স্মৃতির পাতায় এখনও অম্লান। সেই বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে প্রথম টি-২০ বিশ্ব চ্যাম্পিয়নও হয় তারা। তবে এরপরই যেনো হারিয়ে যেতে থাকে ভারতের হয়ে দুই ফরম্যাটে বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার।

কয়েক মাস আগে সব ধরনের ক্রিকেটকে গুড বাই জানিয়েছেন। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক সাক্ষাৎকারে বোমা ফাটালেন বাঁ-বাতি অলরাউন্ডার। অধিনায়ক ধোনি নাকি তাকে পছন্দ করতেন না। তার বদলে তাই একাদশে বেশি সুযোগ দিতেন সুরেশ রায়নাকে।

যুবরাজ বলেন, রায়নাকে ধোনি খুব পছন্দ করত, সমর্থন দিত। তখন ইউসুফ পাঠানের পারফরমেন্সও বেশ ভালো ছিল। কিন্তু কেনো যেনো ধোনি আমাদের দু'জন থেকে বেশি রায়নাকে সুযোগ দিত।
এছাড়া ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে বিপদের দিনে পাশে থাকায় ধন্যবাদ জানাতে ভোলেননি ইউভি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ