• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বায়ার্ন সমর্থক হলেই করোনা টেস্ট ফ্রি, মিলবে হাঙ্গেরি যাওয়ার সুযোগ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০  

নতুন বছরের শুরুতে সবার প্রত্যাশা ছিল ২০২০ সালটা কাটবে দুর্দান্ত। তবে করোনাভাইরাসের কারণে সে আশায় গুঁড়ে বালি। বিশ্বজুড়ে তাণ্ডব চালানো এ ভাইরাসের কারণে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

এর ভেতরই অবশ্য শুরু হয়েছে ইউরোপিয়ান ফুটবল লিগ। সেখানে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ তাদের কিছু সমর্থকদের ফ্রি করোনা টেস্ট করানোর ঘোষণা দিয়েছে। যাদের নেগেটিভ আসবে তারা যেতে পারবেন হাঙ্গেরিতে!

সম্প্রতি ইউরোপের দেশগুলোতে দ্বিতীয় দফা করোনার সংক্রমণ শুরু হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর করোনার মাঝেই ইউরোপের সকল লিগ ও টুর্নামেন্ট শুরু হয়েছে। কিছুদিন পর হাঙ্গেরিতে অনুষ্ঠিত হবে উয়েফা সুপার কাপের খেলা। এই ম্যাচের আগেই সমর্থকদের জন্য দারুণ ঘোষণাটি দিয়েছে বায়ার্ন মিউনিখ।

ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, যারা সুপার কাপের জন্য টিকিট কিনবেন তাদের সকলকেই আগামী সপ্তাহে বিনামূল্যে কোভিড-১৯ টেস্টের সুযোগ দিবে বায়ার্ন। দলটির এমন সিদ্ধান্ত নিঃসন্দেহে অন্যান্য ক্লাবের জন্য মাইলফলক হয়ে থাকবে। 

মূলত সুপার কাপ খেলতে আগামী সপ্তাহে হাঙ্গেরি যাবে বায়ার্ন। দেশটির ফুটবল কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে বায়ার্নের সমর্থকরা যেতে চাইলে অবশ্যই করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যেতে হবে। 

বায়ার্নের অনেক সমর্থকই সুপার কাপের ম্যাচ দেখতে হাঙ্গেরি যেতে ইচ্ছুক। তবে চাইলেই সবাই যেতে পারবে না। এ ম্যাচ উপলক্ষে মাত্র ৩ হাজার বায়ার্ন সমর্থক হাঙ্গেরি যাওয়ার সুযোগ পাবেন। সেই ৩ হাজার সমর্থকদের সবারই ফ্রি করোনা টেস্ট করাবে বায়ার্ন। 

আগামী ২১ ও ২২ সেপ্টেম্বর বায়ার্নের ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনার সামনে এই টেস্ট করানো হবে। যারা পরীক্ষায় নেগেটিভ হবেন তারাই কেবল হাঙ্গেরি যাওয়ার সুযোগ পাবেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ