• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বিদুতের খুঁটি পড়ে শিশুর মৃত্যু আটক ২

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

বিদ্যুতের খুঁটির নিচে পড়ে নড়াইলে ৪ বছরের শিশু মারা গেছে। নড়াইল শহরের পৌর এলাকার দুর্গাপুর-জেলখানার পাশে শনিবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। শিশুটির নাম তাসফিয়া, তার বাবার নাম আজিজুর রহমান। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী নড়াইল ওজোপাডিকোর অস্থায়ী কর্মচারী সোহরাব হোসেন ও ঠিকাদার সবুজকে আটক করে নড়াইল সদর থানায় সোপর্দ করেছে। 

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির সামনে খেলছিল তাসফিয়া। বাড়ির সামনে রাস্তায় একটি পরিত্যক্ত খুঁটি অপসারণ করছিল ওজোপাডিকোর একটি দল। এ সময় খুঁটিটি রাস্তায় না পড়ে অসাবধানবশত বাড়ির মধ্যে ভেঙে পড়ে। এ সময় শিশুটি ওই খুঁটির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

নড়াইল ওজোপাডিকোর কর্মচারী সোহরাব হোসেন জানান, কাজ করার সময় আশপাশের লোকজনদের সরিয়ে দেওয়া হয়েছিল। আশপাশের সকল লোকজন সরে যায়, কিন্তু অবুঝ শিশু সুপারির পাতার বেড়ার নিচে বসে খেলছিল। তাকে কেউ দেখতে পায়নি। আর বৈদ্যুতিক পিলারটি স্লিপ করে সরে গিয়ে তার গায়ের ওপর পড়ে। 

বিষয়টি নিশ্চিত করে নড়াইল সদর থানার ওসি ইলিয়াস হোসেন জানান, এ ঘটনায় স্থানীয়রা বিদ্যুৎ অফিসের কর্মচারী সোহরাব ও ঠিকাদার সবুজকে আটক করে থানায় সোপর্দ করেছে। থানায় কেউ অভিযোগ করলে মামলা দায়ের হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ