• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বিরামপুরে ৯ মাদকসেবীর কারাদণ্ড

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২০  

দিনাজপুরের বিরামপুর উপজেলায় এক বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে ৯ মাদকসেবীকে। ভ্রাম্যমাণ আদালত তাদের সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

গত সোমবার রাতে বিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান এ আদেশ দেন।

মামলা সূত্রে জানা যায়, সাজাপ্রাপ্ত মাদকসেবীদের মধ্যে রয়েছেন উপজেলার ধানঘরা গ্রামের মুক্তার হোসেনের ছেলে মইনুল ইসলাম (২২), হাফিজুল ইসলামের ছেলে হেলাল ইসলাম (২৪) ও মৃত ইজার উদ্দীনের ছেলে জিয়াউর রহমান (২৮) এবং জয়পুরহাট সদর উপজেলার আবদুল মান্নানের ছেলে আলমগীর হোসেন (৩০)।

উত্তর দাউদপুর-কাটলা রাস্তা থেকে আটক দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার চকচকা গ্রামের মৃত নূরল ইসলামের ছেলে ফিজার হোসেন (৩০), ফুলবাড়ি নিমতলার সিদ্দিক হোসেনের ছেলে মেহেদুল ইসলাম (২৫) ও শহিদুল ইসলামের ছেলে শাহিনুর রহমান শাহিন (২৫) এবং নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার আকবর আলীর ছেলে রুবেল হোসেন (৩৪) ও পৌর শহরের মোজ্জাফর হোসেনের ছেলে রেজাউল করিম (৩০)।

বিরামপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, সোমবার রাতে উপজেলার কাটলা ইউনিয়নের সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় মাদক সেবনের অভিযোগে ৯ জনকে আটক করা হয়। আটক মাদকসেবীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যজিস্ট্রেট মো. তৌহিদুর রহমান।

এ অভিযান চলমান থাকবে, মাদক বিক্রেতা ও সেবনকারীদের কোনোভাবে ছাড় দেয়া হবে না।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ