• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: ময়ূর ২-এর মাস্টার গ্রেফতার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৩ জুলাই ২০২০  

বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় অন্যতম প্রধান আসামি ময়ূর-২ লঞ্চের মাস্টার আবুল বাশার মোল্লাকে রাজধানীর দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকালে তাকে গ্রেফতার করা হয়। 

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুড়িগঙ্গায় মর্নিং বার্ড লঞ্চডুবির ঘটনায় করা মামলায় ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ ছোয়াদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সম্প্রতি বুড়িগঙ্গায় শ্যামবাজার এলাকায় ‘এমভি ময়ূর-২’ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ ‘এমএল মর্নিং বার্ড’ ডুবে যায়। এ ঘটনায় ৩৪ জন যাত্রীর মৃত্যু হয়। এতে অবহেলাজনিত হত্যার অভিযোগ এনে ৭ জনের বিরুদ্ধে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ