• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বৃদ্ধ বাবাকে বের করে দিলেন ছেলে, ঘরে ফেরালেন ইউএনও

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২০  

স্ত্রীর পক্ষ নিয়ে বাবার সঙ্গে ঝগড়া করে তাকে বাড়ি থেকে বের করে দেন ছেলে। কোনো উপায় না পেয়ে বৃদ্ধ বাবা রাস্তায় ঘুরছিলেন। এ বিষয়টি নজরে আসে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশফাকুর রহমানের। তখন ওই বাবার কাছে সবকিছু শুনে, তাকে সঙ্গে নিয়ে বাড়িতে পৌঁছে দেন তিনি।

এ সময় বাবা-ছেলে ও পুত্রবধূর মধ্যে ভুল বোঝাবুঝিরও সমাধান করে দেন ইউএনও। গত সোমবার (০৬ এপ্রিল) বিকেলে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাশফাকুর রহমানের হস্তক্ষেপে নিজ বাড়িতে ঠাঁই পান বৃদ্ধ বাবা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (০৫ এপ্রিল) দুপুরে মোকলেছ মীরের (৭০) স্ত্রী তানিয়া বেগমের সঙ্গে পুত্রবধূ আম্বিয়া আক্তারের কথা কাটাকাটি হয়। পরে স্ত্রীর পক্ষ নিয়ে ছেলে হোসেন মীর তার মাকে ধাক্কা দেন। এটি দেখে প্রতিবাদ করেন হোসেনের বাবা। এতে ক্ষিপ্ত হয়ে ঘর থেকে বৃদ্ধ বাবাকে বের করে দেন হোসেন।
পরে খালি গায়ে লাঠিভর দিয়ে রাস্তায় ঘুরছিলেন ওই বৃদ্ধ। এমন অবস্থায় তাকে দেখতে পান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাশফাকুর রহমান। পরে বিকেল ৩টায় ইউএনও’র হস্তক্ষেপে নিজ বাড়িতে আবারও ঠাঁই মেলে ওই বৃদ্ধের।

বৃদ্ধ মোকলেছ মীর বলেন, হোসেন আমার সন্তান। সন্তান যত অবহেলা করুক তাকে কি খারাপ দোয়া দেয়া যায়? ছেলের প্রতি আমার কোনো অভিযোগ নেই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, আমি ওই বৃদ্ধকে রাস্তায় পেয়ে ঘটনাটি শুনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে বাড়িতে রেখে আসি। ভবিষ্যতে যদি ওই ছেলে তার বাবার সঙ্গে এ ধরনের কাজ আবারও করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ