• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বেকারদের জন্য গোপালগঞ্জ জেলা প্রশাসকের ব্যতিক্রমী উদ্যোগ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ জুলাই ২০২০  

গোপালগঞ্জের শিক্ষিত বেকার যুবক ও যুব-মহিলাদের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা। তার উদ্যোগে বেকারদের জীবন-বৃত্তান্তসহ চাকরি প্রত্যাশী বেকারের তালিকা সংগ্রহ করা হচ্ছে। বড় বড় শিল্প প্রতিষ্ঠানে উচ্চ পদে কর্মরতদের সঙ্গে কথা বলে চাকরি দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নিয়েছেন তিনি।

মহামারীর এ কঠিন সময়েও বেকারদের ভাগ্য বদলের পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছেন তিনি। বেকারের তালিকা সংগ্রহের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের মূল প্রবেশদ্বারে সিভি জমা দেওয়ার জন্য একটি সিভি বক্স তৈরি করা হয়েছে। যার নাম দেওয়া হয়েছে 'সিভি ব্যাংক’। এছাড়া এ বিষয়ে জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন থেকে ব্যাপক প্রচারের ব্যবস্থাও নেওয়া হয়েছে। ইতোমধ্যে জমাকৃত ১০০০০ সিভির মধ্যে ৪০০০ প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হয়। পরে এই ৪০০০ থেকে শিক্ষাগত যোগত্যা অনুসারে ১০০০ জনের সিভি অনলাইনে দেওয়া হয়েছে।

এরই মধ্যে জেলার ১০ যুবক ও ১০ নারীকে প্রশিক্ষণের মাধ্যমে দেশের সুনামধন্য প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছেন জেলা প্রশাসক। এর মধ্য থেকে কয়েকজন যোগদান করেছে আর কয়েকজন ঈদের পরে যোগদান করার কথা রয়েছে। এটুআই ও বিটাক’র সহযোগিতায় তাদের এসব চাকরি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা প্রশাসক বলেন, ‘জেলায় যেসকল কর্মক্ষম শিক্ষিত বেকার যুবক ও যুব-নারীরা রয়েছে তাদের সংখ্যা নিরুপণের জন্য আমরা সিভি ব্যাংক প্রতিষ্ঠা করেছি। প্রথমে এসব সিভি সংগ্রহ করে শিক্ষিত বেকারদের একটি তালিকা তৈরি করব। পরে পর্যায়ক্রমে শিক্ষাগত যোগ্যতা অনুসারে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের চাকরির সুপারিশ করব।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ