• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

বেনাপোলে ভারত থেকে আসা ৫ বাংলাদেশি আইসোলেশনে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত ফেরত ৩৫ বাংলাদেশির মধ্যে ৫ জনের শরীরে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত তাপমাত্রা থাকায় তাদের শার্শা উপজেলা আইসোলেশন সেন্টারে পর্যবেক্ষণে নেয়া হয়েছে। তারা ভারতে চিকিৎসা ও বেড়ানোর জন্য গিয়েছিলেন বলে জানা গেছে।

শনিবার (৪ এপ্রিল) সকালে এসব যাত্রী ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন হয়ে বাংলাদেশে প্রবেশ করেন।

বেনাপোল ইমিগ্রেশন স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার জাহিদুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো এসব বাংলাদেশিরা ভারতে চিকিৎসা ও ব্যবসার কাজ শেষে ফিরছিলেন। তাদের শরীরে করোনা ভাইরাসের কোনো উপসর্গ আছে কিনা ইমিগ্রেশন স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এ সময় ৫ জনের শরীরে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত তাপমাত্র দেখা যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে তাদের ৫ জনকে শার্শা উপজেলা আইসোলেশন কেন্দ্রে পর্যবেক্ষণে রাখা হয়।

ভারত সরকারের নিষেধাজ্ঞায় গত ১৩ মার্চ থেকে ভারতীয় ভিসায় বাংলাদেশিদের দেশটি প্রবেশ বন্ধ রয়েছে। এছাড়া একই নিষেধাজ্ঞায় বাংলাদেশে অবস্থানরত ভারতীয়রাও নিজ দেশে ফিরতে পারছেন না। তবে বাংলাদেশ সরকারের কোনো নিষেধাজ্ঞা না থাকায় এখনও ভারত থেকে ফিরছেন বাংলাদেশিরা। এতে দিন দিন বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ