• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ভাঙা আঙুলে ৪৯ ওভার, ছয় সপ্তাহ মাঠের বাইরে ওয়াগনার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২১  

নিউজিল্যান্ড ক্রিকেট দলের ‘মেশিন’ হিসেবে খ্যাত বাঁহাতি পেসার নেইল ওয়াগনার। ঠিক মেশিনের মতো টানা ব্যাটসম্যানদের শরীর বরাবর তাক করা বাউন্সার করে যেতে পারেন বিধায় এমনটা বলা হয় তাকে। অনেকে আবার গতিময় বাউন্সারের জন্য তাকে পাগলাটে বোলারও বলেন।

তার পাগলামির সবশেষ নমুনা দেখা গেছে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে। ম্যাচটির প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির এক ইয়র্কারে পরাস্ত হন ওয়াগনার। সেটি সোজা আঘাত হানে তার পায়ের আঙুলে। এক্স-রে করে জানা যায়, ডান পায়ের আঙুলে চিড় ধরা পড়েছে তার।

তবে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেই ভাঙা আঙুল নিয়েই খেলা চালিয়ে যান তিনি। প্রথম ইনিংসে ২১ ওভারে ৫০ রান খরচায় নেন ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে বোলিং করতে হয় ২৮ ওভার, এবারও শিকার দুই উইকেট। সবমিলিয়ে ভাঙা আঙুলে বোলিং করেছেন ৪৯ওভার।

এর মাশুলটাও গুনতে হচ্ছে এ বাঁহাতি পেসারকে। ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলা হবে না ওয়াগনারের। নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড জানিয়েছেন এ তথ্য। শুধু ক্রাইস্টচার্চ টেস্ট নয়, অন্তত পাঁচ থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন ওয়াগনার।

কিউই কোচ বলেছেন, ‘নেইল ওয়াগনার দুর্দান্ত ছিলো। আমার মনে হয় না তার মতো করতে পারা খুব বেশি খেলোয়াড় আছে। ব্যথা কমানোর জন্য সে ইনজেকশনের ওপর ছিল। আমাদের সঙ্গে দ্বিতীয় টেস্টের জন্য থাকছে না। তার সম্ভবত পাঁচ থেকে ছয় সপ্তাহ লাগতে পারে। আমরা এক-দুই দিনের মধ্যেই পরিবর্তিত খেলোয়াড়ের নাম প্রকাশ করব।’

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ