• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ভারত থেকে আসছে ৮৮ ট্রাক পেঁয়াজ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ মার্চ ২০২০  

দীর্ঘ সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আজ থেকে আবারও ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। রোববার দুপুর ১টার দিকে ভারতীয় পেঁয়াজের ট্রাক ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে।

প্রতি ট্রাকে ২০/২২ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হচ্ছে। প্রথম দিনে ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় ৮৮ ট্রাক পেঁয়াজ আমদানির অপেক্ষায় রয়েছে বলে আমদানিকারকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

ভোমরা সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আমির হামজা জানান, প্রতি টন পেঁয়াজ ৩০৫ মার্কিন ডলার মূল্যে আমদানি করা হচ্ছে। খুলনার মেসার্স হামিদ এন্টারপ্রাইজ, রাজবাড়ীর মেসার্স ফিরোজ এন্টারপ্রাইজ ও সাতক্ষীরার মেসার্স সাইফুল এন্টারপ্রাইজসহ একাধিক আমদানিকারক প্রতিষ্ঠান এ পেঁয়াজ আমদানি করছে। প্রথম দিনে ভারত থেকে ৮৮টি ট্রাক পেঁয়াজ আমদানির অপেক্ষায় রয়েছে।

এদিকে, কমেছে পেঁয়াজের দাম। সাতক্ষীরার সুলতানপুর বড়বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩৫-৪৫ টাকায়।

প্রসঙ্গত, গত ২৭ সেপ্টেম্বর ভারত সরকার আভ্যন্তরীণ সংকটের কারণে পেঁয়াজ আমদানি বন্ধ ঘোষণা করে। এরপরই বাংলাদেশে বেড়ে যায় পেঁয়াজের দাম।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ