• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ভিবিডি-গোপালগঞ্জের দায়িত্বে চিকিৎসা সম্পন্ন হলো অসহায় চম্পা রাণীর

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২০  

গোপালগঞ্জ সদর উপজেলার গোলাবাড়িয়া, মাঝি বাড়ি ৮নং ওয়ার্ড চম্পা রায়ের বাড়ি। করোনার মহামারির মধ্য চম্পা রায়ের স্বামী কাজ করতে গিয়ে হঠাৎ স্ট্রোক করে মারা যায়।

তখন চম্পা রায়ের তিন সন্তান এর মধ্যে একজন সন্তান সিজারের সময় মারা যায়। একদিকে স্বামী হারা শোকে কাতর আরেক দিকে সিজারের সময় সন্তান মারা যাওয়ার শোক।তখন থেকে চম্পা রায় শারীরিক ও মানষিকভাবে অসুস্থ হয়ে পড়ে।চম্পা রায়ের মানবেতর জীবনযাপনের খোঁজ পেয়ে তার পাশে এগিয়ে আসেন “ভলান্টিয়ার ফর বাংলাদেশ”গোপালগঞ্জ জেলা শাখা।

সুস্থতা থেকে সাবলম্বী”, প্রোজেক্টের আওতায় VBD-Gopalganj district এর volunteer রা দায়িত্ব নিয়ে চম্পা রায়কে  তার অসুস্থতা থেকে স্বাভাবিক সুস্থ জীবনে ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ সম্পন্ন করলো। সে অনুযায়ী গত ২ সপ্তাহ যাবত তাকে ট্রীটমেন্ট করানোর জন্য ডাক্তার, ডায়াগনষ্টিক সেন্টার ( প্রয়োজনীয় টেস্ট করানোর জন্য) এবং  ঔষধ কিনে দেয়া হয়েছে৷

দৈনিক আলোকিত সকাল কে বলেন,ভলান্টিয়ার ফর বাংলাদেশ, গোপালগঞ্জ জেলা শাখার প্রেসিডেন্ট সুদর্শন সান্যাল “সুস্থতা থেকে সাবলম্বী” প্রোজেক্টে আমরা চম্পা রায়কে অসুস্থতা থেকে স্বাভাবিক সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পেরেছি। আশা রাখি খুব দ্রুতই তাকে সাবলম্বী করার পদক্ষেপ ও বাস্তবায়ন করতে পারব।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ