• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মাছ চাষিদের দ্বারে দ্বারে যাবে ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ মার্চ ২০২০  

মাছ চাষিদের দ্বারে দ্বারে যাবে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিক। ক্লিনিকের পরামর্শ নিতে পারবেন চাষিরা। এতে উপকৃত ও লাভবান হবেন চাষিরা। সহজে এবং বিনামূল্যে এমন পরামর্শ পেয়ে দেশের মাছ চাষিরা আরো উৎসাহিত হবেন।

ব্যতিক্রমী এ উদ্যোগটি হাতে নিয়েছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এ ক্লিনিকের কার্যক্রম আগামী ১ বছর চলবে।

আজ বুধবার ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার চেচুয়া গ্রামে আনুষ্ঠানিকভাবে ক্লিনিক এর কার্যক্রম উদ্বোধন করেন ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক ড. মো. খলিলুর রহমান, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এ.এইচ এম কোহিনুর, ড. মো. ইনামুল হক, ড. মো. শাহা আলী প্রমূখ।

ইনস্টিটিউট সূত্রে জানা যায়, মুজিববর্ষ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে অবস্থিত ইনস্টিটিউটের ১০টি কেন্দ্র ও উপকেন্দ্র থেকে দেশের ১৬টি জেলার কমপক্ষে ৪৮টি উপজেলার খামারি/হ্যাচারিতে ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিক যাবে। ভ্রাম্যমাণ মৎস্য ক্লিনিকে মৎস্য বিজ্ঞানীরা থাকবেন। এ ক্লিনিকের মাধ্যমে পুকুরে মাছ চাষে প্রযুক্তিগত (পানি, মাটি, মৎস্য, খাদ্য ও রোগ বিষয়ক) সেবা প্রদান করা হবে।

বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ বলেন, মাছ চাষিরা নিজেদের খামারে বসেই এ ক্লিনিকের মাধ্যমে পরামর্শ নিতে পারবেন। চাষিরা এতে উপকৃত হবেন। মৎস্য সেক্টরও উপকৃত হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ