• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মাটি কাটায় ইউপি চেয়ারম্যানের ছেলেকে জরিমানা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২০  

অবৈধভাবে খননযন্ত্র দিয়ে মাটি কাটার দায়ে ইউপি চেয়ারম্যানের ছেলেকে জরিমানা। কৃষি জমি থেকে অবৈধভাবে খননযন্ত্র দিয়ে মাটি কাটার দায়ে মানিকগঞ্জের হরিরামপুরে এক ইউপি চেয়ারম্যানের ছেলে মনির হোসেনকে ভ্রাম্যমান আদালতে জরিমানা করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে এই জরিমানা করা হয়। মনির হোসেন উপজেলার চালা ইউপি চেয়ারম্যান শামসুল আহমেদ বিশ্বাস সিরুর ছেলে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বিল্লাল হোসেন। ভ্রাম্যমান আদালতের বিচারক জানান, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০
এর ৪ (খ) এর বিধান লঙ্ঘনের দায়ে এবং একই আইনের ১৫(১) ধারার বিধানমতে মনির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান
করা হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ