• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মাঠে বসে টি-টোয়েন্টি দেখা যাবে সর্বনিম্ন ‘১০০ টাকায়’

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ মার্চ ২০২০  

আগামীকাল থেকে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ টি-টোয়েন্টি ম্যাচ মাঠে বসে উপভোগের জন্য টিকিটের নির্ধারিত মূল্য জানিয়েছে। সর্বনিম্ন ১০০ টাকায় দর্শকরা মাঠে বসে উপভোগ করতে পারবেন বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচগুলো।

১০০ টাকায় মিলবে ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট। সাউদার্ন বা নর্দান স্ট্যান্ডের টিকিট পাওয়া যাবে ১৫০ টাকায়। ক্লাব হাউজে বসে খেলা দেখতে চাইলে টিকিট প্রতি খরচ করতে হবে ৩০০ টাকা করে। ৫০০ টাকায় মিলবে ভিআইপি স্ট্যান্ডের টিকিট। টিকিটের সর্বোচ্চ মূল্য নির্ধারিত হয়েছে গ্র্যান্ড স্ট্যান্ডের জন্য। ১০০০ টাকা নির্ধারিত হয়েছে এর মূল্য।

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের কোনো ম্যাচের টিকিট মিলবে না অনলাইনে। টিকিট পাওয়া যাবে মিরপুর ইনডোর স্টেডিয়ামের পাশে বিসিবির টিকিট বুথে।

জিম্বাবুয়ের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে খেলা একমাত্র টেস্ট ম্যাচ ইনিংস ও ১০৬ রানে জিতে বাংলাদেশ। এছাড়াও সিলেটে খেলা তিন ম্যাচ ওয়ানডের সবকটিতে জিতে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ