• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মাত্র পাঁচদিনে করোনা জয় করলেন জাভি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ জুলাই ২০২০  

গত শনিবার (২৫ জুলাই) করোনায় আক্রান্ত হয়েছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার জাভি হার্নান্দেজ। মাত্র পাঁচদিন আইসোলেশনে থেকেই সুস্থ হয়ে উঠেছেন তিনি। এরইমধ্যে নিজের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন এই কিংবদন্তি ফুটবলার।  

জাভির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছিল তার ক্লাব আল সাদ। বর্তমানে কাতারের এই দলটির কোচ হিসেবে কাজ করছেন তিনি।

শনিবার কোভিড-১৯ টেস্টের রেজাল্ট পজেটিভ আসার পরপরই স্বেচ্ছা-আইসোলেশনে চলে যান স্পেন ও বার্সেলোনার সাবেক এই মিডফিল্ডার। এরপর বুধবার আবার জাভির করোনা পরীক্ষা করানো হয়, যেখানে তার ফলাফল নেগেটিভ আসে।

নিজের সুস্থতার বিষয়টি বৃহস্পতিবার (৩০ জুলাই) নিশ্চিত করেছেন জাভি। স্পেনের হয়ে ২০১০ ফুটবল বিশ্বকাপজয়ী এই তারকা তার অফিসিয়াল ইন্সটাগ্রাম একাউন্টে লিখেছেন, যারা এতদিন ধরে আমার খোঁজ-খবর নিয়েছেন ও মেসেজ দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই। 

ক্লাব ক্যারিয়ারের পুরোটা সময় বার্সেলোনার হয়ে খেলা জাভি আরো লেখেন, আমি আপনাদের সঙ্গে একটি সুখবর ভাগাভাগি করতে চাই। আমি পুরোপুরি সুস্থ হয়ে ওঠেছি। এখন পরিবারের সঙ্গে বাড়িতে আছি ও আজই আল-সাদ দলে ফিরছি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ