• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মাথাভাঙ্গা নদী থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২০  

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। বুধবার রাতে সদর উপজেলার মাথাভাঙ্গা নদীর আলুকদিয়া ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে মরদেহটি চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক আব্দুস সালাম জানান, স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম সদর উপজেলার আলুকদিয়া গ্রামের মাথাভাঙ্গা নদীর তীরে আসে। আলুকদিয়া গ্রামের রোমেলা মাধ্যমিক বিদ্যালয়ের পেছন দিকে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়।

তিনি জানান, নিহত ব্যক্তির পরনে ছিল পাঞ্জাবি, গায়ের রং শ্যামলা। উদ্ধারের আগে লাশটি নদীর পানিতে ভাসমান অবস্থায় ছিল। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশও ঘটনাস্থলে আসে।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, ধারণা করা হচ্ছে নিহত ব্যক্তি কয়েকদিন আগে মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।

 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ