• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

‘মানহীন কিছু করার চেয়ে কাজ না করাই ভালো’

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৯  

আমি ভালো কাজের জন্য অপেক্ষা করছি। ভালো মানের কিছু কাজ করার চেষ্টাও করছি। এরমধ্যে তেমনই একটি ছবি ‘রাগী’র শুটিং শেষ করলাম। এটি পরিচালনা করছেন মিজানুর রহমান মিজান। ছবিটির ডাবিং আগামী মাসের প্রথম সপ্তাহে শুরু হবে। এতে ভিন্ন ধরনের একটি চরিত্রে দর্শকরা আমাকে দেখতে পাবেন। আমি মনে করি,  মানহীন কিছু করার চেয়ে কাজ না করাই ভালো। এ কারণে বুঝে শুনে কাজ করার চেষ্টা করছি।‘রাগী’ ছবির গল্পটি অসাধারণ। একটি পরিবারের সদস্যদের ধ্বংসের দিকে ধাবিত হওয়া থেকে কিভাবে আমার চেষ্টায় ভালো পথে আনা হয় সেই গল্প থাকছে এ ছবিতে- এ সময়ে নিজের চলচ্চিত্র কেন্দ্রিক ব্যস্ততা সম্পর্কে কথাগুলো বলছিলেন নায়িকা আঁচল। ‘ভুল’ নামের একটি ছবি দিয়ে ফিল্মি ক্যারিয়ার শুরু করেছিলেন এ নায়িকা। এরপর থেকে এখন পর্যন্ত তিনি  ‘বেইলি রোড’, ‘ভালোবাসার রংধনু’, ‘জটিল প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘কি প্রেম দেখাইলা’, ‘আজব  প্রেম’, ‘হৃদয় দোলানো প্রেম’, ‘স্বপ্ন যে তুই’, ‘গুন্ডা : দ্য টেরোরিস্ট’,  ‘বোঝে না সে বোঝে না’,  ‘ফাঁদ’, ‘কিস্তিমাত’ সহ আরো বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। এসব ছবিতে তার নায়ক ছিলেন শাকিব খান, আরিফিন শুভ, ইমন, বাপ্পি সহ অনেকে। এদিকে নতুন কাজের বিষয়ে আঁচল বলেন, সম্প্রতি মার্সেল ফ্রিজের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করলাম। এটি নির্দেশনা দিয়েছেন জয়নুল আবেদীন শিশির। অনেকদিন পর বিজ্ঞাপনের মডেল হয়ে খুব ভালো লাগলো। সামনে এটি বিভিন্ন টিভি চ্যানেলে দর্শকরা দেখতে পাবেন। সবশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে আঁচল অভিনীত ‘দাগ হৃদয়ে’ ছবিটি মুক্তি পায়। তারেক শিকদার পরিচালিত এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি চৌধুরী। এদিকে নৃত্য পরিচালক মাসুম বাবুলের পরিচালনায় নতুন ছবি ‘ভেলকিবাজি’র কাজও সামনে শুরু করবেন এ নায়িকা। ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, নতুন এ ছবিতে আমার বিপরীতে সানজু জন অভিনয় করবেন। ছবিটিতে বেশ কয়েকজন নায়ক-নায়িকাকে দর্শকরা দেখতে পাবেন। ছবির গল্পটিও দারুণ। দেশের বাইরে এর শুটিং হবে। লোকেশন খুঁজতে তাই একটু সময় লাগছে। আর মাসুম বাবুল ভাই চলচ্চিত্রের একজন দক্ষ মানুষ। ইন্ডাস্ট্রির নামকরা নৃত্য পরিচালক। এখানে উনার অনেক সুনাম আছে। তাই সব মিলে ছবিটি দর্শকরা পছন্দ করবেন বলে আশা করছি। এ ছবির বাইরে আগামী বছরের প্রথম দিকে ‘মঙ্গলযাত্রা’ নামে একটি ছবির কাজ শুরু করবো। ছবিটি পরিচালনা করবেন রাশিদ পলাশ। এটি একটি ফোক ঘরানার গ্রামের গল্প। মফিজ নামে উত্তরাঞ্চলের এক ধনাঢ্য ব্যক্তির জীবন নিয়ে গল্প লেখা হয়েছে। ইতিমধ্যে ছবির চিত্রনাট্যও করা হয়ে গেছে। সামনে কাজ শুরু হবে। মাঝে চলচ্চিত্রের বাইরে ওয়েব সিরিজেও অভিনয় করেছেন আঁচল। সামনে তেমন কোনো কাজে দর্শকরা তাকে দেখতে পাবেন কি-না জানতে চাইলে এ অভিনেত্রী বলেন, এটি একটি নতুন ওয়েব সিরিজের কাজ। এর জন্য যেতে হবে ইন্দোনেশিয়ায়। কারণ সেখানকার বালি দ্বীপে হবে ওয়েব সিরিজটির শুটিং। এরইমধ্যে এ বিষয়ে কথা চুড়ান্ত হয়েছে। এটি নির্মাণ করবেন রাশিদ পলাশ। চলচ্চিত্রের অনেক অভিনয়শিল্পী ওয়েব সিরিজে এখন কাজ করছেন। শুধু আমাদের দেশে না, বহির্বিশ্বেও অনেক তারকা অভিনেতা-অভিনেত্রী ওয়েব সিরিজে কাজ করছেন। আর সিনেমার মতোই বাজেট থাকে ওয়েব সিরিজে। বড় ক্যানভাসে কাজ হচ্ছে। সব ওয়েব সিরিজে কি এমন বাজেট থাকে? এ প্রশ্নের জবাবে আঁচল বলেন, সব ধরনের ওয়েব সিরিজে কাজ করতে চাই না। গল্প বুঝে শুনে ও বাজেট জেনে ভালো মানের ওয়েব সিরিজেই কাজ করতে চাই। চলচ্চিত্রের বর্তমান অবস্থা ভালো না। সিনেমা নির্মাণ হলেও হিট হচ্ছে না। সেক্ষেত্রে চলচ্চিত্রের একজন অভিনয়শিল্পী  হিসেবে আঁচল কি ভাবছেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, পেশাদার অনেক প্রযোজককে আমরা হারিয়েছি। নতুন প্রযোজকরা এখন সিনেমায় লগ্নি করছেন। ভালো ছবি দিয়েই প্রেক্ষাগৃহে দর্শক ফেরাতে হবে তাদের।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ