• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মানুষের মনের কথা লিখে দেবে ফেসবুক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২০  

মানুষের মস্তিষ্ককে লক্ষ্য করেছে ফেসবুক। প্রতিষ্ঠানটি অকল্পনীয় এক প্রজেক্ট নিয়ে কাজ করছে। এ প্রজেক্টের অন্যতম লক্ষ হচ্ছে, মানুষের ভাবনাকে যন্ত্রের সাহায্যে লিখায় রূপান্তর করা।

সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক মানুষের মস্তিষ্কের ভাবনা বোঝার ডিভাইস আবিষ্কার করতে বেশ কয়েক বছর ধরে চেষ্টা করছে। বিষয়টি নিয়ে তারা বিভিন্ন সময়ে অল্পস্বল্প ধারণাও দিয়েছে।

ফেসবুকের ভার্চুয়াল রিয়্যালিটি প্রধান অ্যান্ড্রু বসওয়ার্থ কয়েকমাস আগে বলছেন, আমরা দেখেছি প্রযুক্তি এবং ডিভাইস দিয়ে আরো স্বাভাবিকভাবে ভাব বিনিময় করা সম্ভব। আর সেটা আমরা তৈরি করতে চাই।

২০১৭ সালে এই ধরনের প্রযুক্তির ঘোষণা দেয়ার এক বছরের মধ্যে ব্রেইন-মেশিন ইন্টারফেস গবেষণায় বিনিয়োগ করে তারা। প্রতিষ্ঠানটি বলছে, প্যারালাইসিস রোগীদের সাহায্য করতে পরীক্ষামূলকভাবে মনের কথা লেখার প্রযুক্তি আনা হচ্ছে। মস্তিষ্কের সংকেত ডিকোড করে এভাবে অক্ষরে রূপান্তর করা হবে।

ইন্টারফেস প্রকল্পপ্রধান রেজিনা ডুগান বলেছিলেন, ফেসবুকের ‘সাইলেন্ট স্পিস সিস্টেম’ মস্তিষ্ক থেকে সরাসরি মিনিটে ১০০ শব্দ টাইপ করতে পারবে। এটি একজন ফোনে যত শব্দ টাইপ করতে পারেন, তার চেয়ে দ্রুত কাজ করতে সক্ষম হবে।

এই ধরনের ডিভাইস আবিষ্কার করতে প্রযুক্তি দুনিয়ায় রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কও কয়েক বছর ধরে বলছেন, তারা এমন ডিভাইস নিয়ে কাজ করছেন, যেটি প্যারালাইজড মানুষের মনের কথা পড়তে পারবে।

এমন আবিষ্কার সত্যিই কঠিন কাজ। আর  ফেসবুক, টেসলা কিংবা অন্যান্য প্রতিষ্ঠান যদি তা করেই ফেলে তবে সেটা হবে প্রযুক্তি ইতিহাসের নতুন অধ্যায়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ