• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মাস্ক ব্যবহার করুন, নিরাপদ থাকুন: গোপালগঞ্জের পুলিশ সুপার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ মার্চ ২০২১  

করোনার ২য় ধাপে ‘মাস্ক ব্যবহার করুন, নিরাপদ থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জে জনসচেতনতা মুলক প্রচারনা ও মাক্স বিতরণ করেছেন জেলা পুলিশ। রবিবার (২১ মার্চ) দুপুরে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা এর নেতৃত্বে গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থানে বিনামূল্যে এ মাস্ক বিতরণ করা হয় এবং সবাইকে সাস্থবিধি মনে চলার আহবান জানান।
জেলা শহরের পুলিশ লাইন মোড়, বাস কাউন্টার, যাত্রীবাহী বাসে, রিকশা চালক ও পথচারীদের বিনামূল্যে মাস্ক বিতরন করা হয়। কোভিড-১৯ এর দ্বিতীয় ধাপে সবাইকে মাক্স ব্যাবহারে উদ্বুদ্ধ করা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান পুলিশ সুপার।
তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে মাস্ক অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। কিন্তু সচেতনতার অভাবে অনেকেই সেটি ব্যবহার করছেন না যা কিনা করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। তাই সবাইকে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, সদর থানার (ওসি) মনিরুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর এস এম শহিদুর রহমান, ট্রাফিক সার্জেন্ট কামরুল ইসলাম।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ