• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মাস্ক ব্যবহারের সঠিক নিয়ম

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ মার্চ ২০২০  

করোনাভাইরাস আতঙ্কে কাঁপছে পুরো বিশ্ব। ভাইরাসটি মোকাবিলায় নানা পরামর্শ দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিভিন্ন দেশের গবেষক ও চিকিৎসকরা। এর মধ্যে করোনাভাইরাস রোধে মাস্ক ব্যবহার করার পরামর্শ অন্যতম। তবে মাস্ক ব্যবহারে অনিয়ম করলে ঘটতে পারে বিপদ। আক্রমণ করতে পারে অন্যান্য ভাইরাসসহ করোনাভাইরাস।

মাস্ক ব্যবহারের কয়েকটি বিষয় লক্ষ্য রাখতে হবে। নতুবা ভাইরাসমুক্ত থাকতে গিয়ে উল্টো ভাইরাস সংক্রমণের ঝুঁকিতে পড়ার শঙ্কা রয়েছে। যেসব বিষয় লক্ষ্য রাখবেন…

* মাস্কের সাহায্যে ভালোভাবে মুখ শক্ত করে বাঁধুন ও সর্বনিম্ন ফাঁকা রাখার বিষয়টি খেয়াল রাখুন।

* মাস্ক ব্যবহারের সময় সরাসরি হাত ব্যবহার থেকে বিরত থাকুন। মাস্ক পরার আগে পরিষ্কার গ্লাভস হাতে লাগানো যেতে পারে।

* হাঁচি-কাশিতে মাস্ক ভিজে গেলে মাস্কটি ফেলে দিন। ফেলতে না চাইলে সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন।

* মাস্ক ব্যবহারের পর অনেক জীবাণু জমাট বাঁধে। তাই ব্যবহার করা মাস্কটি ঢাকনাযুক্ত পাত্রে ফেলুন। প্রযোজ্য ক্ষেত্রে সাবান-পানির সাহায্যে ভালোভাবে ঘষে পরিষ্কার করুন।

* মাস্কের সামনে হাত লাগাবেন না। পেছন থেকে মাস্কটি খুলুন। মাস্ক খোলার পর সাবান-পানির সাহায্যে ভালোভাবে হাত ধুয়ে ফেলুন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ