• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মির্জাপুরে এক ব্যক্তির নমুনা পরীক্ষা, করোনা নেগেটিভ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

টাঙ্গাইলের মির্জাপুরে নজরুল ইসলাম (৪৯) নামে এক ব্যক্তির নমুনা পরীক্ষার পর করোনাভাইরাস পাওয়া যায়নি। বৃহস্পতিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র টেকনোলজিস্ট (ল্যাব) আবদুস সামাদ, জুয়েল হোসেন ও এজাজুল হক গত বৃহস্পতিবার উপজেলার মাঝালিয়া গ্রামের নজরুল ইসলামের করোনাভাইরাস (কভিড ১৯) এর নমুনা সংগ্রহ করেন।

পরে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠান। পরীক্ষার পর তার শরীরে করোনাভাইরাস পাওয়া যায়নি বলে শনিবার সকালে মেডিক্যাল টেকনোলজিষ্ট জুয়েল হোসেন জানিয়েছে। মির্জাপুরে প্রথম তার নমুনা সংগ্রহ করা হয় বলেও তিনি জানান।  

উপজেলার বানাইল ইউনয়নের মাঝালিয়া গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে নজরুল ইসলামের সর্দি-কাশি উপসর্গ দেখা দিলে বৃহস্পতিবার স্বাস্থ্য কমপ্লেক্সে ফোন করেন। ফোন পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের তিন ল্যাব টেকনোলজিস্ট ওই বাড়িতে গিয়ে তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠান।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ