• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মুকসুদপুরে আগুনে পুড়লো ১২ ঘর

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

গোপালগঞ্জের মুকসুদপুরে আগুন লেগে ছয়টি বসতঘরসহ ১২টি ঘর পুড়ে গেছে। এতে অনুমানিক ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তদের দাবি। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরের দিকে উপজেলার গোপীনাথপুর গ্রামের মালোপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নেভায়।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, দুপুরের দিকে মালোপাড়ায় একটি রান্নাঘর থেকে আগুনের সূত্রপাট হয়। মুহূর্তেই ছয়টি পরিবারের ১২টি বসতঘরে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভায়। তবে এর আগে ওই ১২ ঘর পুড়ে যায়। তিনি আরও জানান, ঘনবসতির কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে এবং আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। 

এদিকে খবর পেয়ে মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া, মুকসুদপুর পৌরসভার মেয়র অ্যাডভোকেট আতিয়ার রহমান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তারও আশ্বাস দেন। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ