• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মুকসুদপুরে ১৪৪ ধারা ভেঙে জমি দখলের চেষ্টার অভিযোগ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২১  

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ১৪৪ ধারা ভেঙে জমি দখলের সময় রাসেল মিনা (৩০) ও সোহাগ মিনাকে (৩৫) মারধর করেছে প্রতিপক্ষরা। এ বিষয়ে মুকসুদপুর থানায় সাতজনকে আসামি করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে ১৭০ নম্বর পশ্চিম নওখান্ডা মৌজার সিএস ১০৬ (ক) ৩৮৮ নম্বর দাগের ১ দশমিক ১৩ একর এবং ১৯৫ নম্বর খতিয়ানের ৬৫৫ নম্বর দাগের ১ দশমিক ৫৮ একর জমির মধ্যে ২৬ শতাংশ জমি মৃত মুনসুর আলী মিনা ও তার ভাই মৃত দলিল উদ্দিন মিনা ক্রয় করেন। এই জমি নিয়ে বিরোধ থাকায় আমার ছোট চাচা ফেরদৌস মিনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত গোপালগঞ্জ-এ ১৪৪/১৪৫ ধারার মামলা দায়ের করেন।

মামলার নোটিশ পাওয়ার পর আদালতের নির্দেশ অমান্য করে মামলার আসামি দীন মোহাম্মদ মিনার হুকুমে বিবাদিরা তফসিরি জমিতে জোরপূর্বক ঘর উঠানো শুরু করেন। ভুক্তভোগিরা বাধা দিলে তাদেরকে মারধর করে গুরুতর আহত করে। আহতদের মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর মিয়া জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ