• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মুখে পড়া বয়সের ছাপ দূর হবে কোরিয়ান পদ্ধতিতে

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ জুলাই ২০২০  

চেহারায় তারুণ্যভাব ধরে রাখতে আমরা নানাভাবে রূপচর্চা করে থাকি। যার বেশিরভাগই প্রসাধনীনির্ভর। এতে চেহারায় বয়সের ছাপ দ্রুত পড়ে।

বিশ্বব্যাপী কোরিয়ানরা তাদের ত্বকের উজ্জ্বলতা ও তারুণ্যের জন্য সমাদৃত। কারণ কোরিয়ানদের রূপচর্চার অনুসঙ্গগুলোর বেশিরভাগই প্রাকৃতিক। এছাড়াও তারা ভিন্ন উপায়ে ত্বকের যত্ন নিয়ে থাকে। ত্বকের তারুণ্য, টানটান ও মসৃণভাব ধরে রাখতে কোরিয়ানরা যেসব পদ্ধতি মেনে চলে তা জেনে নিন-

> কোরিয়ানদের মতো মুখ পরিষ্কার করতে মসলিন কাপড় গরম পানিতে ডুবিয়ে ব্যবহার করুন। এতে মুখের ত্বক গভীর থেকে পরিষ্কার হবে। এই গরম কাপড়টুকু প্রতিদিন মুখের নিচ থেকে ওপর বরাবর মালিশ করুন। দুই সপ্তাহের মধ্যে এর ফলাফল চোখে পড়বে।  

> শুধু কোরিয়ানরাই নয় পশ্চিমা দেশের মানুষেরা মুখের আকার সুন্দর রাখতে ব্যায়াম করে থাকেন। ইংরেজি বর্ণমালার পাঁচটি ভাওয়েল- এ, ই, আই, ও, ইউ এই অক্ষরগুলো জোরে উচ্চারণ করে মুখের ব্যায়াম করে করতে পারেন। এতে মুখের পেশিতে রক্ত সঞ্চালন বাড়ার পাশাপাশি ত্বক হবে টানটান ও মেদমুক্ত।

> বর্তমানে পার্লারে যাওয়া নিরাপদ নয়। তাই নিজে ঘরে বসেই ফেসিয়াল করার চেষ্টা করুন। কোরিয়ানরা ফেসিয়াল করতে নিজের মুখে আঙ্গুল দিয়ে চাপ প্রয়োগ করে থাকেন।

> মুখে ক্রিম ব্যবহারের পরে আঙুল দিয়ে গোলাকারভাবে মালিশ করুন। চেষ্টা করুন যেন থুতনি থেকে শুরু করে কপাল পর্যন্ত সম্পূর্ণ মুখেই এভাবে মালিশ করা যায়।

> মুখে এই কয়েকটি কাজ করলে রক্ত সঞ্চালন বাড়বে। এছাড়াও মুখ আর্দ্র থাকবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ