• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মেকআপ রুমে বসে পড়াশোনা, এ প্লাস পেয়ে তাক লাগালেন রানি রাসমণি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৮ জুলাই ২০২০  

‘রানি রাসমণি’ খ্যাত ভারতের টিভি সিরিয়ালের অন্যতম জনপ্রিয় মুখ দিতিপ্রিয়া রায়। পর্দায় বিভিন্ন চরিত্রে একের পর এক অভিনয় করে চলেছেন তিনি। সম্প্রতি একটি সিরিয়ালে মায়ের ভূমিকায় অভিনয় করছিলেন তিনি।

দিতিপ্রিয়া রায় অভিনয়ের পাশাপশি দিয়েছিলেন মাধ্যমিক পরীক্ষা। আর এবার উচ্চ মাধ্যমিকও দিলেন অভিনয়ের পাশাপাশি। শুক্রবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হয়েছে তার। আর এতে দারুণ সাফল্য করেছেন ভারতের জনপ্রিয় এই অভিনেত্রী। শ্যুটিংয়ের ব্যস্ততা সামলে তিনি উচ্চ মাধ্যমিকে এ প্লাস পেয়েছেন। তার গড় নম্বর ছিল ৮২। দিনরাত শ্যুটিংয়ের ফাঁকে নিয়মিত লেখাপড়া করে এ ফলাফল অর্জন করতে হয়েছে দিতিপ্রিয়াকে।

ফলাফল ঘোষণার দিন সকাল থেকেই চলছিলো তার রানি রাসমণি টিভি সিরিয়ালের গুরুত্বপূর্ণ শ্যুটিং। ফলাফলের টেনশনে তিনি দুপুরের দিকে শ্যুটিং থেকে বের হয়ে আসেন। আর বিকেলে বাড়িতে বসেই অনলাইনে জানতে পারেন তার ফলাফল।

এ বিষয়ে দিতিপ্রিয়ার মা সুদীপ্তা রায় জানান, সকাল থেকে খুব টেনশনে ছিলাম। এত ভালো করবে ভাবিনি। তবে টেনশন বুঝতে দেইনি ওকে। ওর কাছে মা-ই সব। আমি ভেঙে পড়লে ও নিজেও ভেঙে পড়বে।

জানা গেছে, শ্যুটিংয়ের ফাঁকে সময় পেলে মেকআপ রুমে বসেই পড়াশোনা করেছেন তিনি। সমাজতত্ব নিয়ে পড়তে চান দিতিপ্রিয়া। তার অন্যতম পছন্দের বিষয়ও এটি। ইংরেজি পরীক্ষার আগের দিন শ্যুটিং করেও এ বিষয়ে লেটার মার্কস পেয়েছেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ