• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মেলামাইনের থালা-বাটিতে হলদেটে দাগ? জানুন দূর করার দারুণ কৌশল

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১২ জুলাই ২০২০  

স্টিল কিংবা কাঁচ ছাড়াও অনেকের বাড়িতেই মেলামাইনের বাসনকোসন ব্যবহার করা হয়। একটানা এই বাসনকোসন ব্যবহারের ফলে দেখা দেয় একটি সাধারণ সমস্যা। যা সবার ক্ষেত্রেই হয়ে থাকে।

খেয়াল করে দেখবেন দীর্ঘদিন ব্যবহারের ফলে মেলামাইনের পাত্রে বিশেষ করে থালা-বাটিতে হলুদের দাগ বসে যায়। যা দেখতে খুবই বিশ্রী লাগে। নিয়মিত মেজে রাখলেও এই দাগ পড়ে। তবে এই দাগ দূর করারও রয়েছে খুব সহজ একটি উপায় আছে। চলুন জেনে নেয়া যাক সেই উপায়টি- 

মেলামাইনের এই হলদে দাগ উঠাতে যে জিনিসটি আপনার প্রয়োজন হবে তা হলো কাপড় কাচা সাবান! এই দাগ দূর করতে প্রথমে কাপড় কাচা সাবান মেলামাইনের পাত্রে কিছুক্ষণ মাখিয়ে রাখুন। পরে স্পঞ্জ বা নরম কাপড় দিয়ে ঘষে ধুয়ে ফেলুন। দেখবেন সহজেই দাগ উঠে যাবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ