• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মেসির ‘দশ নম্বর’ জার্সি নিতে চান বার্সার নতুন ফরোয়ার্ড

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ আগস্ট ২০২০  

ক্লাবে যোগ দিয়েছেন ৮ মাসও পুরো হয়নি। এর মধ্যে আবার প্রায় ৪ মাস নষ্ট হয়েছে করোনাভাইরাসের কারণে। ফলে এখনও স্প্যানিশ ক্লাব বার্সেলোনার সঙ্গে ঠিক মানিয়ে নেয়া হয়নি ডেনমার্কের ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েটের, খেলেননি চারটির বেশি ম্যাচ।

তবে এরই মধ্যে বার্সেলোনার সবচেয়ে জনপ্রিয় জার্সিটি নিজের করে পাওয়ার আবদার করে বসেছেন এ ড্যানিশ তারকা ফুটবলার। দীর্ঘদিন ধরে বার্সার দশ নম্বর জার্সিটি পরছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। নতুন মৌসুমে এটি পাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ব্রাথওয়েট।

গত মঙ্গলবার বার্সেলোনা ছেড়ে যাওয়ার কথা জানিয়েছেন লিওনেল মেসি। ক্লাবের সঙ্গে চুক্তির শর্তাদি মিলে গেলেই কেবল বার্সা ছেড়ে অন্য কোথাও যেতে পারবেন এ আর্জেন্টাইন জাদুকর। যা আপাতদৃষ্টিতে একপ্রকার অসম্ভবই মনে হচ্ছে। কেননা মেসির বাই আউট ক্লজ প্রায় ৭ হাজার কোটি টাকা।

তবু যদি সত্যিই বার্সেলোনা ছেড়ে দেন মেসি, তাহলে খালি হয়ে যাবে ক্লাবটি বিখ্যাত দশ নম্বর জার্সি। যেটি গায়ে জড়িয়ে মাঠ মাতিয়েছেন স্পেনের লুইস সুয়ারেজ, ডিয়েগো ম্যারাডোনা, স্টিভ আর্চিবল্ড, রিস্টো স্টইচকভ, রোমারিও, গিওর্গি হ্যাগি, রিভালদো, হুয়ান রোমান রিকুয়েলমে, রোনালদিনহোর মতো কিংবদন্তিরা।

সেই জার্সিটি নতুন মৌসুমে গায়ে জড়াতে চান বার্সার ড্যানিশ ফরোয়ার্ড ব্রাথওয়েট। এ খবর জানিয়েছে স্পেনভিত্তিক সংবাদমাধ্যম ‘২০ মিনিট’। তাদের খবর অনুযায়ী মেসি ক্লাব ছাড়লেই কেবল ব্রাথওয়েটের পরতে চান দশ নম্বর জার্সিটি।

বর্তমানে বার্সেলোনায় ১৯ নম্বর জার্সি পরেন ব্রাথওয়েট। বার্সায় আসার আগে লেগানেসের হয়ে লম্বা সময় পরেছেন ২৫ নম্বর জার্সি, শেষদিকে নিয়েছিলেন ৭ নম্বর জার্সি। তবে মিডলসব্রোর হয়ে খেলার সময় ১০ নম্বর জার্সি পরে খেলতেন মার্টিন ব্রাথওয়েট।

উল্লেখ্য, গত জানুয়ারিতে সাড়ে চার বছরের চুক্তিতে বার্সেলোনায় নাম লিখিয়েছিলেন ব্রাথওয়েট। এখনও পর্যন্ত ক্লাবটির হয়ে চারটি ম্যাচে মূল একাদশে সুযোগ পেয়েছেন ব্রাথওয়েট। যেখানে তার গোল একটি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ