• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

মেসেজ পাঠানো যাচ্ছে না, আইওএস ১৪-তে বাগ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২০  

আইওএস ১৪ চালিত আইফোনগুলো থেকে মেসেজ পাঠানো বা রিসিভ হচ্ছে না। বিভিন্ন সামাজিক ফোরামে আইওএস ১৪ নিয়ে সমস্যার কথা জানিয়েছেন আইফোন ব্যবহারকারীরা।

জানা গেছে, যেসব ফোনে অপারেটিং সিস্টেম আইওএস ১৪ চলছে, সেসব ফোনে মেসেজ ডেলিভারির নোটিফিকেশনও আসছে না। মেসেজিং অ্যাপ সিগনাল ও হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ পাঠালেও একই ধরণের সমস্যা দেখা দিচ্ছে।

এ ব্যাপারে এক আইফোন ব্যবহারকারী বলেন, খুবই বিরক্তিকর। কয়েক সপ্তাহ ধরে মেসেজ পাঠালে তা সেন্ড হচ্ছে না। অনেক বছর ধরেই বিভিন্ন ধরণের বাগ (কারিগরি ত্রুটি) দেখেছেন। কিন্তু কোনোটাই মেসেজ হারিয়ে যাওয়ার মতো বিরক্তিকর ছিল না।

আইফোন ১২ প্রো ম্যাক্সের এক ব্যবহারকারী লেখেন, মেসেজ যাচ্ছিল না দেখে তিনি টেলিকম কোম্পানি ভ্যারিজনের স্টোরে গিয়েছিলেন। সেখানে তাকে জানানো হয়, সমস্যাটি অ্যাপলের, তাদের নয়।

আইওএস ১৪.৩-এর বেটা সংস্করণ ইনস্টল করেও সমস্যার সমাধান হচ্ছে না বলে জানিয়েছেন অনেক ব্যবহারকারী। আগামী সপ্তাহেই আইওএস ১৪.৩ সংস্করণ উন্মুক্ত করলে সমাধান আসতে পারে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ