• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

ময়মনসিংহে কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২০  

ময়মনসিংহ অঞ্চলে বোরো ধানের ভাল ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সংকট দেখা দেয়ায় ধান ঘরে তোলা নিয়ে শংকা দেখা দিয়েছে। জমির পাকা ধান কেটে ঘরে তুলতে পারছেন না অনেক অসহায় কৃষক। অন্যন্য বছর উত্তরাঞ্চল থেকে ধানকাটার শ্রমিক আসলেও এবার গণপরিবহন বন্ধ থাকায় তারাও আসছে না। এদিকে লকডাউনের কারনে কর্মহীন হয়ে পড়ায় কৃষকের হাতে টাকা পয়সাও নেই। 

এমন প্রেক্ষাপটে বিপদগ্রস্থ কৃষকের পাশে দাড়িয়েছে ময়মনসিংহের ছাত্রলীগ নেতাকর্মীরা। কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি-সাধারণ সম্পাদকের নির্দেশে রোববার (১৯ এপ্রিল) ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কাতলাসেন এলাকার দু'জন বর্গাচাষীর ১'শ শতক জমির ধান কেটে দিয়েছেন তারা।

ময়মনসিংহের ছাত্রলীগ নেতা তানভীর জুবায়ের ইসলাম তারিনের নেতৃত্বে ২৫-৩০ জন নেতাকর্মী ধান কাটার কাজে অংশ নেয়। ধানক্ষেত থেকে প্রায় এক কিলোমিটার দূরে কৃষক চানু মুন্সী ও আব্দুর রহমানের বাড়িতে মাথায় করে কাটা ধান পৌঁছেও দেন তারা।

কৃষক আব্দুর রহমান ও চানু মুন্সী জানান, কামলা (শ্রমিক) না পেয়ে ধান কাটা যাচ্ছিল না। পাকা ধান নষ্ট হয়ে যাচ্ছিল। ছাত্রলীগের নেতাকর্মীরা না কেটে দিলে সব ধান ক্ষেতেই নষ্ট হেয়ে যেতো।
ছাত্রলীগ নেতা তানভীর জুবায়ের ইসলাম তারিন বলেন, কেন্দ্রীয় নেতাদের নির্দেশ অসহায় কৃষকদের পাশে দাঁড়াতে হবে। মানবিক কারণে আমরা অসহায় কৃষকের ধান কেটে দিয়েছি। অসহায় কৃষকের ধানকাটা কার্যক্রম অব্যাহত থাকবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ