• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

যত টাকায় বিক্রি হলো মাশরাফী-সাকিবদের স্বাক্ষরিত ব্যাট

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১২ মে ২০২০  

মহামারি করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে এগিয়ে এসেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। অসহায় মানুষের পাশে দাঁড়াতে একের পর স্মারক নিলামে তুলছেন জাতীয় দলের ক্রিকেটাররা। দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান তার বিশ্বকাপের ব্যাট নিলামে তুলে সূচনা করেন এই ধারার। 

সোমবার রাতে নিলামে ওঠানো হয় মাশরাফী বিন মোর্ত্তজা-সাকিব আল হাসানসহ ১৮ জন ক্রিকেটারের স্বাক্ষরিত একটি ব্যাট। বেশ চড়া দামেই বিক্রি হয়েছে ব্যাটটি। 

মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, ইমরুল কায়েস,  রুবেল হোসেন, শুভাশিষ রয়, শুভাগত হোমসহ প্রায় ১৮ জন ক্রিকেটারদের অটোগ্রাফ রয়েছে ব্যাটটিতে। 

ব্যাটটির নিলামের সমাপনী টানার লাইভে অকশন ফর অ্যাকশন পেজে হাজির হয়েছিলেন সাকিব। ৯৯ হাজার ৯শ ৯৯ টাকা ভিত্তিমূল্যের ব্যাটটি শেষ পর্যন্ত ৩ লাখ টাকায় বিক্রি হয়। ব্যাটটি কিনে নিয়েছে কার্নিভাল ইন্টারনেট কোম্পানি। এই পুরো অর্থই সরাসরি তুলে দেয়া হয়েছে দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনে। এর আগে কিংবদন্তি ফুটবলার মোনেম মুন্নার একটি জার্সিও কিনেছিল প্রতিষ্ঠানটি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ