• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

যবিপ্রবির ল্যাবে আরও ১২ জনের করোনাভাইরাস শনাক্ত

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২০  

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ১২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তিন জেলা থেকে এই ১২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে যশোর জেলায় সবচেয়ে বেশি ৯ জন ও ঝিনাইদহ জেলায় প্রথম দুইজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে।

শুক্রবার (২৪ এপ্রিলে) পরীক্ষা শেষে শনিবার (২৫ এপ্রিল) সকালে যবিপ্রবির পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়। ৫ জেলার ৯৫ জনের নমুনা পরীক্ষা শেষে এসব করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে যবিপ্রবির ল্যাবে ৩৭ জন করোনা রোগী শনাক্ত হলো।

যবিপ্রবি জিনোম সেন্টারের সহযোগী পরিচালক ও অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. ইকবাল কবীর জাহিদ জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে শুক্রবার ৭ম দিনের নমুনা পরীক্ষায় ১২ জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি যশোর জেলায় ৯ জন রোগী শনাক্ত হয়েছে। ৪১ জনের নমুনা পরীক্ষা করে তাদের শনাক্ত করা হয়।

এছাড়াও ঝিনাইদহ জেলার ২০ জনের নমুনা পরীক্ষা করে দুইজন করোনা রোগী পাওয়া গেছে। এই প্রথম ঝিনাইদহ জেলায় করোনা রোগী শনাক্ত হলো। আর নড়াইলের ২২ জনের নমুনা পরীক্ষা করে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মাগুরার ১১ জন ও চুয়াডাঙ্গার একজনের নমুনা পরীক্ষা করা হলেও তাদের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়নি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ