• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

যশোরে মদপানে আরো একজনের মৃত্যু, বিক্রেতা আটক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০  

যশোরে গত কয়েকদিনে বিষাক্ত মদ পানে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। এসব মৃত্যুর ঘটনায় বহুল আলোচিত অবৈধ মদ বিক্রেতা মাহমুদুল হাসানকে আটক করেছে পুলিশ। তাকে আজ রবিবার আদালতে পাঠানো হয়েছে। আটক হাসান যশোর শহরের নিরালাপট্টি এলাকার আনোয়ার হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ৩ টি হত্যা ও একটি মাদক বিক্রির মামলার কথা নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ওসি।

এদিকে আজ রবিবারও যশোরে বিষাক্ত মদপানে ওজিয়ার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওজিয়ার যশোর শংকরপুর চোরমারা দিঘীরপাড় এলাকার মৃত কুরবান গাজীর ছেলে। গত কয়েকদিনে যশোর জেলায় বিষাক্ত মদ পানে ১২ জনের মৃত্যুর খবর বিভিন্ন সূত্রে জানা গেছে। 

এ ব্যাপারে যশোর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান আজ রবিবার দুপুরে জানান, হাসানকে গতকাল শনিবার বিকালে আটক করা হয়। মদপানে মৃত চুটকি, মুন্না ও শাহিনের স্বজনরা বাদি হয়ে হাসানের বিরুদ্ধে মামলা করেছেন। আর একটি মামলা অবৈধ মাদক বিক্রির অভিযোগে। 

তিনি বলেন, তার বিরুদ্ধে ৩ টি মামলায় অবহেলা জনিত মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হয়েছে। সে জানতো যে এতে রেকটিফাইড স্পিরিট আছে। এটা খাইলে মারা যাবে। তারপরও সে বিষয়টা অবহেলা করছে। তার কারণে এই লোকগুলো মারা গেছে।  হাসানকে আজ রবিবার আদালতে পাঠানো হয়েছে।
এদিকে  আজ রবিবার ওজিয়ার নামে এক ব্যাক্তি মৃত্যুর কথাও নিশ্চিত করেছেন কোতয়ালি থানার ওসি। ওজিয়ার আজ দুপুর ১২ টার দিকে সে যশোর জেনারেল হাসপাতালে মারা যায়। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ