• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

যাত্রী পরিবহন করায় দুই শতাধিক গাড়ির চাবি জব্দ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০  

ময়মনসিংহের গফরগাঁওয়ে মরনঘাতি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনা অমান্য করে অভ্যন্তরীন সড়কগুলোতে যাত্রী পরিবহন করায় দুই শতাধিক গাড়ির চাবি জব্দ করেছে পুলিশ। 

আজ শনিবার ও গতকাল শুক্রবার দুই দিনে এ চাবিগুলো জব্দ করা হয়।

থানা সূত্রে জানা যায়, মরনঘাতি করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার মানুষকে ঘরে থাকার ও নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের নির্দেশনা দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর দোকান ব্যতীত সাপ্তাহিক হাট-বাজার, শপিংমলসহ যানবাহন চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন। থানা প্রশাসন সরকারি নির্দেশনা বাস্তবায়নে বিভিন্ন পদক্ষেপ নেয়। কিন্তু কিছু পরিবহন সরকারি সেই নির্দেশ অমান্য করে আভ্যন্তরীন সড়কগুলোতে যাত্রী পরিবহন ও চলাচল করছিল। এতে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বৃদ্ধি পায়। 

এ অবস্থায় গফরগাঁও থানা পুলিশ শুক্র ও শনিবার পৌর শহরের বিভিন্ন পয়েন্টসহ থানা এলাকার সড়কগুলোতে চলাচলকারী সিএনজি চালিত ও ব্যাটারী চালিত দুই শতাধিক যানবাহনের চাবি জব্দ করেন।

গফরগাঁও থানার অফিসার ইনচার্জ অনুকুল সরকার বলেন, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারের নির্দেশনা বাস্তবায়নে থানা প্রশাসনের উদ্যোগে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। এর মধ্যে মাইকিং, লিফলেট বিতরণ, হাত ধোয়ার ব্যবস্থা করা, মৌখিক ভাবে মানুষকে বোঝানো, নির্দেশনার আওতামুক্ত দোকানপাট ছাড়া ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করা, পরিবহন নিয়ন্ত্রণ রয়েছে। কিন্তু কিছু যানবাহন সরকারি নির্দেশনা অমান্য করে যাত্রী পরিবহন করায় তাদের গাড়ির চাবি জব্দ করা হয়েছে। 

নির্দেশনা মেনে চলবে এমন মুচলেকা দিলে অথবা নির্দেশনার মেয়াদ শেষ হলে চাবিগুলো ফেরত দেওয়া হবে বলে জানান তিনি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ