• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

যেকোনো সঙ্কটে আত্মবিশ্বাসটাই সবচেয়ে বড়: শেখ হাসিনা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩১ মে ২০২০  

কোভিড-১৯ পরিস্থিতিতে সবাইকে আত্মবিশ্বাস রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো সঙ্কটে আত্মবিশ্বাসই সবচেয়ে বড় বিষয়। পরিস্থিতি যেমনই হোক না কেন আমাদেরকে তার মুখোমুখি হতে হবে।

প্রধানমন্ত্রী রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সময় এ কথা জানান।

ছাত্রছাত্রীদের উদ্দেশে তিনি বলেন, সবাই মনযোগ দিয়ে লেখাপড়া করবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় লেখাপড়া বন্ধ করলে চলবে না।

আমার বিশ্বাস এই করোনাভাইরাসের আঘাত থেকে বিশ্ব মুক্তি পাবে, বাংলাদেশ মুক্তি পাবে। যে কোনো সংকটে আত্মবিশ্বাস রাখতে হবে। নিজের আত্মবিশ্বাসটাই বড়। মনে রাখতে হবে আমরা বিজয়ের জাতি। যে কোনো ঝড়ঝাপটা আসুক আত্মবিশ্বাসের সঙ্গে মোকাবিলা করব। এই অবস্থার উত্তরণ ঘটাব।

করোনাভাইরাস পরিস্থিতিতে অফিস-আদালত চালু হলেও এখনই শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, পরিস্থিতি কাটিয়ে উঠতে পারলে শিক্ষাপ্রতিষ্ঠান ধীরে ধীরে খুলে দেয়া হবে।

তিনি বলেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখনই খুলছি না, কারণ আমরা ধাপে ধাপে এগোতে চাই যাতে শিক্ষার্থীরা করোনাভাইরাসে আক্রান্ত না হয়।

শেখ হাসিনা বলেন, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ এবং সরকার করোনা পরিস্থিতিতে তাদের বিপদে ফেলতে চায় না।

তিনি বলেন, এ কারণে আমরা এখনই কোনো শিক্ষা প্রতিষ্ঠান খুলব না। যদি আমরা এই (করোনাভাইরাস) পরিস্থিতি কাটিয়ে উঠতে পারি, তাহলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধীরে ধীরে খুলব।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ