• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

যেভাবে যত্নে রাখবেন শখের শাড়ি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৯ মে ২০২১  

বাঙালি নারীদের বেশ পছন্দের একটি পোশাক হচ্ছে শাড়ি। তাইতো তাদের সংগ্রহে থাকে সুতি, সিল্ক, জামদানি, বেনারসি ইত্যাদি আরও নানা রঙের এবং কাপরের বাহারি শাড়ি। তবে শাড়ি সবসময় পরা সম্ভব হয় না। কোনো উৎসবের উদ্দেশ্যেই শাড়ি পরা হয়।

বিপদ ঘটে তখনই যখন দীর্ঘদিন পর শখের শাড়ি আলমারি থেকে বের করে দেখলেন কেটে ফেলেছে পোকা! সঙ্গে সঙ্গেই দেখবেন মন খারাপ হয়ে যাবে। জানেন কি, সঠিক যত্নের অভাবে শাড়ি নষ্ট হয়ে যায় দ্রুত। তাইতো শখের শাড়ি যদি ভালো রাখতে চান তবে আলমারিতে শাড়ি তুলে রাখার আগে লক্ষ্য রাখতে হবে কিছু বিষয় সম্পর্কে। চলুন তবে জেনে নেয়া যাক সেই বিষয়গুলো-

>> জরি অথবা সিল্কের শাড়ি দুই মাসে একবার বের করে ভাঁজ বদলে রাখবেন।   

>> ভারি কাজ করা শাড়ি আলাদা সংরক্ষণ করুন। সম্ভব হলে এ ধরনের শাড়ি বক্সে রাখুন। বক্সের ব্যবস্থা না থাকলে কাপড়ের ব্যাগে রাখুন।

>> দাগ লেগে যাওয়া শাড়ি এভাবেই রেখে দেবেন না। ভিনেগার, লেবুর রস ও মাইল্ড সোপের সাহায্যে উঠিয়ে ফেলুন দাগ।

>> শাড়ি ইস্ত্রি করার সময় উপরে একটি কাপড় বিছিয়ে নিন। এছাড়া ইস্ত্রির সেটিং দেখে নেবেন যেন খুব বেশি তাপমাত্রা সেট করা না থাকে।

>> সব ধরনের শাড়ি একইভাবে পরিষ্কার করবেন না। সুতি শাড়ি মেশিন ব্যবহার করে পরিষ্কার করতে পারেন। বাকিসব শাড়ি হাতেই ধুয়ে নিন। কোনো কোনো শাড়ি ড্রাই ক্লিনিং এর প্রয়োজন হয়। খেয়াল রাখবেন সেটাও।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ