• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

যৌন নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২০  

‘মুজিব বর্ষে’ দেশ থেকে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে যৌন নির্যাতনের যে আইন আছে, সেটিকে আরো কঠোর করার দাবি জানিয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট। জোটটির সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেন, ‘এই আইন সংশোধনের মাধ্যমে যৌন নির্যাতনকারীদের দ্রুততম সময়ে মধ্যে বিচার করে শাস্তিমূলত ব্যবস্থা নিতে হবে।’   

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয়  কার্যালয়ে ১৪ দলের এক সভায় এ কথা বলেন তিনি। মোহাম্মদ নাসিম বলেন, ‘মুজিব মানে অন্যায়ের কাছে মাথা নত না করা। এই মুজিববর্ষে অসত্যকে দূর করা, প্রতিহত করতে হবে। সব ধরনের অন্যায়, নারী ও শিশু নির্যাতন বিষয় সচেতন করতে মাঠে ময়দানে সকল জায়গায় থাকবে ১৪ দল। ধর্ষকদের বিরুদ্ধে সচেতন করতে হবে সমাজের সব মহলের লোকদের। ধর্ষকদের কোন ধর্ম নেই। ধর্ষণকারীদের বিরুদ্ধে যে আইন আছে, তার চেয়ে আরো বেশি শক্তিশালী আইন করে তা দ্রুত ব্যাস্তবায়ন করে ধর্ষকের বিচার করতে হবে। সংক্ষিপ্ত সময় বিচার না করলে তারা সুযোগ পেয়ে যাবেন। তাই দ্রুত আইন বাস্তবায়ন করে এই বিচার করতে হবে।’

তিনি আরো বলেন, ‘বাঙালি জাতির এসব অপশক্তির কাছে পরাজিত হতেই পারে না। বাঙালি জাতি ঐক্য থেকে সকল কিছু করতে পারে। আর ধর্ষণ প্রতিরোধ করতে পারেবে না, তা হতে পারে না। এদেরকে পরাজিত করতেই হবে। মুজিববর্ষ উপলক্ষে এ থেকে আমাদের মুক্ত করতে হবে। মুজিববর্ষে ধর্ষণকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে মানুষকে সচেতন করতে হবে।’

 ১ মার্চ নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে মিছিলে কর্মসূচির কথা জানান মোহাহ্ম্মদ নাসিম। নাসিম বলেন, ‘ওইদিন কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রতিরোধ ও জনসচেতনতামূলক অনুষ্ঠান করা হবে। এই অনুষ্ঠানে দলমত নির্বিশেষে সকলকে, সকল দলকে, সকল সচেতনমহলের মানুষকে, সকল অভিভাবকদের যোগদানের আহ্বান করবো। এটা কোন রাজনৈতিক দলের সমাবেশ নয়। ধর্ষকের বিরুদ্ধে আমরা ১৪ দলে যুদ্ধ ঘোষণা করছি। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি তাদেরকে আহ্বান করা হবে না। সারা বাংলাদেশের সকল অঞ্চলে একসঙ্গে মিছিল করা হবে ধর্ষণকারীদের বিরুদ্ধে। এই মিছিল হলো নারী ও শিশু নির্যাতনকারীদের বিরুদ্ধে।’

মুজিববর্ষ উপলক্ষে নারী ও শিশু ধর্ষণকারীদের বিরুদ্ধে ১৪ দল বছরব্যাপী কর্মসূচি নিয়েছে বলেও জানান জোটটির এই মুখপাত্র। ১৪ দলের সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কার্যনিবাহী সদস্য মোফাজ্জল হোসেন মায়া, ওর্য়াকাস পাটির সভাপতি রাশেদ খান মেনন, জাসদে সভাপতি সাবেক তথ্য মন্ত্রী হাসানুল হক হনু, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ