• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

রাজবাড়ীর বেঁদে বস্তিতে ত্রাণ দিলেন ওসি

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৩০ মার্চ ২০২০  

করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে চরম মানবেতর জীবনযাপন করছে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অস্থায়ী বসতি গড়ে তোলা ২৫টি বেঁদে পরিবার। সোমবার জেলা পুলিশের পক্ষ থেকে ওই বেঁদে পরিবারগুলোর মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, চাল, ডাল, আলু বিতরণ করেন রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার। এর আগে রোববার প্রশাসনের কাছে সরকারি খাদ্য সহায়তা কামনা করেছিল এ সব বেঁদে পরিবার।

বেঁদেদের সরদার মোহাম্মদ শেখ বলেন, ‘আমরা ২৫টি পরিবারের ১২৫ থেকে ১৩০ জন মানুষ প্রায় এক মাস ধরে এখানে অস্থায়ী বসতি গড়ে রয়েছি। করোনাভাইরাসের কারণে আমরা এখান থেকে বের হতে পারছি না, কোনো কাজ-কর্মও করতে পারছি না। আশপাশের মানুষের গম কেটে ১০০ বা ২০০ টাকা পাচ্ছি। তাই দিয়ে বাজার-সদাই করে কোনো মতে দিন পার করছি।

তিনি বলেন, থানার ওসি রোববার আমাদের মাস্ক দিয়েছেন এবং সোমবার দুপুরে এসে চাল, আলু ও ডাল দিয়ে গেছেন।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ‘বেঁদে পরিবারগুলোর মধ্যে জেলা পুলিশের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার চাল, ডাল, আলু বিতরণ করা হয়েছে। পাশাপাশি তাদের করোনাভাইরাস প্রতিরোধের বিষয়ে সচেতন করা হয়েছে।

বিতরণের সময় রাজবাড়ী সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. শহীদুল ইসলাম ও এসআই মো. জাফর ইকবাল ইমন, শাকিল উপস্থিত ছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ