• বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৮ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

রাতবিরেতে নিরন্নের দরজায় পুলিশ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ এপ্রিল ২০২০  

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে কোটালীপাড়া থানা পুলিশের পক্ষ গভীর রাতে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কুশলা ও পৌরসভার বিভিন্ন এলাকার শতাধিক কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। 

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছানোয়ার হোসেন উপস্থিত থেকে চাল, ডাল, তেল, লবণ, আলু, পেঁয়াজসহ বিভিন্ন প্রকার খাদ্যসামগ্রী বিতরণ করেন। এ সময় কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম বাদল, কোটালীপাড়া থানার ওসি শেখ লুৎফর রহমান উপস্থিত ছিলেন। 

ওসি শেখ লুৎফর রহমান বলেন, আমাদের জেলা পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের মাঝে কোটালীপাড়া থানার পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করছি। এরই অংশ হিসেবে আমরা প্রথম ধাপে গতকাল রাতে শতাধিক কর্মহীন মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছি। আমরা আগামীতেও আরো কর্মহীন মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করব।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ