• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

রিলায়েন্স জিও-র অংশীদারিত্ব কিনে নিল ফেসবুক

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২০  

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সংস্থা ফেসবুক এবার গাঁটছড়া বাঁধতে চলেছে রিলায়েন্স জিও-র সঙ্গে। ডিজিটাল মার্কেটে নিজেদের আরও সম্প্রসারণ করার জন্য রিলায়েন্সের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিওতে ৫.৭ বিলিয়ন অথাত্ ৪৩.৫৭৪ কোটি টাকা ইনভেস্ট করেছে ফেসবুক। বুধবার ফেসবুকের তরফে এই বিষয়ে ঘোষণা করা হয়েছে।

ফেসবুকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ভারতের সবচেয়ে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও-তে ৯.৯৯ শতাংশ অংশদারিত্ব ৪৩৫৭৪ কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে। এই চুক্তির পর ফেসবুক রিলায়েন্স জিও-র সবচেয়ে বড় শেয়ারহোল্ডার সংস্থা হয়ে গিয়েছে।

ফেসবুকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘জিও ভারতে বড় বদল নিয়ে এসেছে। তা দেখে আমরাও উত্সাহিত হয়েছি। ৪ বছরেরও কম সময়ে রিলায়েন্স জিও ৩৮৮ মিলিয়ন মানুষকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। তাই জিও-র মাধ্যমে ভারতে আরো মানুষের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই পদক্ষেপ।‘ভারতে ফেসবুক ও হোয়াটসঅ্যাপের বড় মার্কেট রয়েছে। এখানে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা প্রায় ৪০০ মিলিয়ন।

হাতের মুঠোয় পুরো মুদি দোকান! অনলাইন মুদিখানায় জিও মার্ট এই মুহুর্তে ভারতে একটি সুবিশাল নাম। এ বার সেই গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্ম অন্যমাত্রা পেতে চলেছে ফেসবু-জিও চুক্তির পরে। বিশেষ করে পাড়ার ছোট মুদিখানার দোকানিদের জন্য এটা খুবই বড় সুখের খবর। হকার, ছোট মুদির দোকানগুলোকে অনলাইনে প্ল্যাটফর্মে আনতে ফেসবুকের অনলাইন মেসেঞ্জার হোয়াটসঅ্যাপকে কাজে লাগানো যাবে। এর ফলে পাড়ার মুদির দোকান, হকারদেরই লাভ।

পিডব্লিউসি-র রিপোর্ট অনুযায়ী, ভারতে ২০২২ পর্যন্ত ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়ে ৮৫০ মিলিয়ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ