• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

রেলওয়ে পূর্বাঞ্চলের সব ট্রেন ৩১ আগস্ট থেকে চালু

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১২ আগস্ট ২০২০  

রেলওয়ে পূর্বাঞ্চলের সব ট্রেন আগামী ৩১ আগস্ট থেকে চালু হচ্ছে। মহামারি করোনাভাইরাসের কারণে গত ৫ মাস ধরে বেশিরভাগ ট্রেন চলাচল বন্ধ ছিল।

রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৬ আগস্ট প্রথম ধাপে তিনটি, ২৩ আগস্ট তিনটি ও ৩১ আগস্ট দুটি ট্রেন চালু হবে। পাঁচদিন আগে এসব ট্রেনের টিকিট অনলাইনে দেয়া হবে। কোনো প্রকার স্ট্যান্ডিং টিকিট ইস্যু করা হবে না। স্বাস্থ্যবিধি মেনে দুই সিটের বিপরীতে একটি টিকিট বিক্রি করা হবে।  

জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম থেকে সুবর্ণ, মেঘনা ও উদয়ন এক্সপ্রেস ট্রেন চলাচল করছে। আর ১৬ আগস্ট থেকে বিজয় এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেস ট্রেন যুক্ত হবে। 

পরে ২৩ আগস্ট পাহাড়িকা, তূর্ণা ও মেইল এক্সপ্রেস এবং ৩১ আগস্ট সোনার বাংলা ও চট্টলা এক্সপ্রেস ট্রেন চলাচল করার মধ্যে দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এ প্রসঙ্গে রেলওয়ে চট্টগ্রামের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ওমর ফারুক জানান, ট্রেন চলাচল ৩১ আগস্ট থেকে স্বাভাবিক হচ্ছে। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ