• বুধবার ১৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৭ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

রোহিঙ্গাদের অবশ্যই জন্মস্থানে ফিরে যেতে হবে:শাহরিয়ার আলম

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০  

রোহিঙ্গা শরণার্থীদের অবশ্যই তাদের নিজ দেশে ফিরতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এ লক্ষ্যে আর্ন্তজাতিক সম্প্রদায়ের সহায়তা প্রত্যাশা করেছেন তিনি। বৃহস্পতিবার এক আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ প্রত্যাশা করেন।

রোহিঙ্গাদের জরুরি মানবিক সহায়তার জন্য ভার্চ্যুয়ালি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। রোহিঙ্গা শরণার্থী ও আশ্রয়দানকারী দেশগুলোর জন্য সহায়তা উৎসাহিত করতে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা-ইউএনএইচসিআর যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, রোহিঙ্গাদের অবশ্যই তাদের নিজ দেশে ফিরতে হবে। রোহিঙ্গারা মিয়ানমারে নিষ্ঠুর ও অমানবিক নির্যাতনের শিকার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিক বিবেচনায় সীমান্ত খুলে দিয়েছিলেন। একইভাবে রোহিঙ্গারা সাগরে নৌকায় ভেসে থাকলেও আমরা আশ্রয় দিয়েছি।

২০১৮ সালে দ্বিপক্ষীয় চুক্তি হওয়ার পর মিয়ানমারের রাজনৈতিক সদিচ্ছার অভাব ও অঙ্গীকার পূরণে ব্যর্থতার কারণে এখনো পর্যন্ত একজন রোহিঙ্গাকে ফেরত পাঠানো সম্ভব হয়নি। গত তিন বছর ধরে বাস্তুচ্যুত রোহিঙ্গারা পাচারের শিকার হচ্ছেন, অনেকেই উগ্রবাদ জড়িয়েছেন, অনেকেই নানা অপরাধে জড়িয়েছেন।

রোহিঙ্গাদের মধ্যে আত্মবিশ্বাস ফিরিয়ে এনে ফেরত পাঠাতে তিনি আসিয়ান, জাতিসংঘ ও প্রতিবেশী দেশগুলোর সহযোগিতা প্রত্যাশা করেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ