• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

লিবিয়ায় মানবপাচার চক্রের ২ সদস্য গোপালগঞ্জে গ্রেফতার

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ জুন ২০২০  

লিবিয়ায় মানবপাচার চক্রের দুই সদস্যকে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)-০৮ সদস্যরা।

বৃহস্প‌তিবার (৪ জুন) তা‌দের‌ আদাল‌তে হাজির করা হবে। বুধবার (৩ জুন) দিনগত রাতে তাদের আটক করে জেলার মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতাররা হলেন- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাইড় গ্রামের রতন সিকদারের ছেলে সেন্টু সিকদার ও একই উপ‌জেলার যাত্রাবাড়ী গ্রামের রব মোড়লের স্ত্রী নারগিস বেগম।

মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সাজেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। 

গত ২৮ মে লিবিয়ার মিজদাহ শহরে ইউরোপে অভিবাসনপ্রত্যাশী গোপালগঞ্জের সুজন মৃধা ও তার মামাতো ভাই, ফরিদপুরের সালতা থানার আলমপুর গ্রামের কামরুল শেখসহ ২৬ বাংলাদেশি মানবপাচারকারীদের গুলিতে নিহত হন। একই ঘটনায় আহত হন আরও ১১ বাংলাদেশি। ওই ঘটনা দেশ-বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। 

এ ঘটনার পর মুকসুদপুর থানায় সুজন মৃধার বাবা কাবুল মৃধা একটি মামলা দায়ের করেছিলেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ