• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

লৌহজংয়ে ৫ মেট্রিকটন জাটকাসহ আটক ৬

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২০  

মাওয়া নৌ-পুলিশ ফাড়ির ও লৌহজং উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিাযানে ১টি ট্রাক ও ২টি ট্রলারসহ ৫ মেট্রিকটন জাটকা জব্দ করা হয়েছে। এ সময় অবৈধ জাটকা বহনের দায়ে ৬ ব্যক্তিকে আটক করা হয়।

লৌহজং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. ইদ্রিস তালুকদার জানান, বুধবার ভোররাতে লৌহজংয়ের পদ্মার বিভিন্ন পয়েন্টে নৌ-পুলিশ ও উপজেলা মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে অবৈধ জাটকা ইলিশসহ ২টি ট্রলার জব্দ করে মাওয়া নৌ-পুলিশ ফাাঁড়ির ইনচার্জ পরিদর্শক সিরাজুল কবিরের নেতৃত্বে নৌ-পুলিশের একটি দল। পরে শিমুলিয়া ঘাট হতে অরো একটি ট্রাক জাটকা ইলিশসহ জব্দ করা হয়। ২টি ট্রলার ও ১টি ট্রাক হতে প্রায় ৫ মেট্রিকটন জাটকা উদ্ধার করা হয়। পরে এসব জাটকা মাদরাসার এতিম ও স্থানীয় গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়। আটক ৬ ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল-জরিমানা করা হবে।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, ট্রলার দুটি পদ্মা নদী হতে রাতভর জাটকা ধরে মাওয়া মৎস্য আড়তের দিকে যাচ্ছিল বিক্রির উদ্দেশ্যে। আর ট্রাকটি শরিয়তপুর থেকে ঢাকার কারওরান বাজারে জাটকা নিয়ে যাচ্ছিল। এ সময় নৌ-পুলিশ ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে ৫ মেট্রিকটন জাটকাসহ ওই ট্রাক ও ট্রলার হতে ৬ ব্যাক্তিকে আটক করা হয়। পরে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এ সকল জাটকা গরিবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ