• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শক্তিশালী নেটওয়ার্কের আওতায় আসছে তিন জেলা

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১০ জুন ২০২১  

খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানকে শক্তিশালী নেটওয়ার্কের আওতায় আনার উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে তিন জেলায় অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন করা হবে।

বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ১৬তম বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রকল্পটির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন।

শামসুল আরেফিন বলেন, তিন পার্বত্য জেলায় স্থায়ী নেটওয়ার্ক স্থাপনের জন্য ‘টেলিযোগাযোগ সুবিধা বঞ্চিত এলাকাসমূহের ব্রডব্যান্ড কানেক্টিভিটি স্থাপন (কানেক্টেড বাংলাদেশ)’ প্রকল্পের আওতায় আনার কাজ করা হবে। মোট ৫৯টি ইউনিয়নে স্থায়ী নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলের ইউনিয়নগুলো অতিদুর্গম বিধায় নিরাপত্তা ঝুঁকি ও পারিপার্শ্বিক প্রতিবন্ধকতার কথা বিবেচনা করে কাজটি বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে সরাসরি ক্রয় পদ্ধতিতে প্রস্তাবের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ