• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শহীদদের স্ত্রী ও যুদ্ধাহতদের সড়কে গাড়ির ট্যাক্স মওকুফ

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১ মার্চ ২০২০  

 যুদ্ধাহত ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযোদ্ধাদের স্ত্রীর গাড়ির সড়ক ট্যাক্স মওকুফ করেছে সরকার। এজন্য ১৯৬৬ সালের 'মোটরভেহিকল ট্যাক্স রুলস' সংশোধন করে গত ২৪ ফেব্রুয়ারি গেজেট জারি করা হয়েছে।

সংশোধিত রুলসের আদেশ অনুযায়ী, মহান স্বাধীনতা ‍যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের বিশেষ অবদানের বিষয়টি বিবেচনা করে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধার স্ত্রী, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, মৃত্যুবরণকারী যুদ্ধাহত বা খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধার স্ত্রীর রোড ট্যাক্স মওকুফ করা হয়।এ সুবিধা পেতে গাড়ির ট্যাক্স টোকেন ইস্যু ও নবায়নের সময় মুক্তিযোদ্ধার সনদ বিআরটিএ’র কাছে জমা দিতে হবে বলে অদেশে উল্লেখ করা হয়।তবে গাড়ির মালিকানা হস্তান্তর হলে এই সুবিধা বাতিল হয়ে যাবে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ