• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শিক্ষকদের একদিনের বেতন পাঠানোর সময় বাড়লো

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২০  

আগামী ২৩ এপ্রিল পর্যন্ত মাদরাসার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জমা দেওয়া যাবে।

আগে এই সময়সীমা ১৫ এপ্রিল পর্যন্ত ছিলো। ওই সময়ের মধ্যে অনেকেই মার্চ মাসের এমপিওর টাকা হাতে পাননি।  শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়িয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

এর আগে শিক্ষকরা দাবি জানিয়েছিলেন, টাকা সংগ্রহ ও জমাদানের জন্য সময় বৃদ্ধি করা হোক। এর পক্ষে তারা যুক্তি দেখিয়েছেন। তারা বলেছেন, এমপিওশিট ও ব্যাংক ভাউচার ইত্যাদি জটিলতায় এখন অনেক শিক্ষক বেতন ভাতা তুলতে পারেননি। তাই ১২ এপ্রিলের নোটিশে ১৫ এপ্রিলের মধ্যে টাকা পাঠানোয় জটিলতা দেখা দিয়েছে।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ