• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শিগগিরই শুরু হতে যাচ্ছে ওমরাহ!

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৮ আগস্ট ২০২০  

সফলভাবে হজ পরিচালনার পর শিগগিরই ওমরাহ প্রস্তুতি শুরু করতে যাচ্ছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়। হজ ও ওমরাহ উপমন্ত্রী ড. হুসেইন আল-শরিফ সৌদি গেজেটকে এ তথ্য জানিয়েছেন।

সৌদি গেজেট/ওকাজকে দেয়া সাক্ষাৎকারে হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের উপমন্ত্রী ড. হুসেইন আল-শরিফ জানান, শিগগিরই আসন্ন ওমরাহ মৌসুমের প্রস্তুতি শুরু করবে সৌদি আরব।

মন্ত্রণালয় সম্প্রতি শেষ হওয়া সফল হজ আয়োজনের মূল্যয়ন ও পর্যালোচনা শুরু করবে। করোনা পরিস্থিতিতে উচ্চ মানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করে যেভাবে হজ আয়োজন করেছে ওমরাহর জন্য তাও ভেবে দেখা হবে।

হজ ও ওমরাহ উপমন্ত্রী আরও জানান হজ শেষ হয়েছে। ন্যূনতম ৭ দিন কোয়ারেন্টাইন করে যার যার গন্তব্যে ফিরে যাবে হজে অংশগ্রহণকারীরা। যারা বিমানে যাবে তাদের বিমান বন্দরে পৌছে দেয়া হবে। আর যারা সড়ক পথে যাবে তাদের গন্তব্যে পৌছার ব্যবস্থাও করবে হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ