• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শুধুই করোনা? নাকি ৪০ বছর পর ফিরে এলো অভিশপ্ত অলিম্পিক!

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ২০ মার্চ ২০২০  

করোনাভাইরাসের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে টোকিও অলিম্পিক আয়োজন। জাপানের অর্থ ও সহকারী প্রধানমন্ত্রী তারো আসো জানিয়েছেন, ২০২০ অলিম্পিক অভিশপ্ত। তার যুক্তি আরও চমকে দেওয়ার মতো। একটি হিসেব দিয়ে তারো দেখিয়েছেন, ১৯৪০ থেকে প্রতি ৪০ বছর অন্তর কোনো না কোনো কারণে অলিম্পিক ভেস্তে গেছে!

১৯৪০ সালে গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক আয়োজন করার কথা ছিল টোকিও ও সাপোরোতে। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য দুটি অলিম্পিকই বাতিল করা হয়। ১৯৮০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রসহ ৬৫টি দেশ মস্কো অলিম্পিক বয়কট করেছিল। আবার সেই ৪০ বছর পর এখন চলছে ২০২০ সাল। এবার করোনাভাইরাসের কারণে ভেস্তে যেতে বসেছে অলিম্পিকের আসর।

জাপানের অর্থ ও সহকারী প্রধানমন্ত্রীর ব্যাখ্যা, 'প্রত্যেক চল্লিশ বছরের ব্যবধানে অলিম্পিকে বিঘ্ন ঘটার ছবি বিশ্বে পরিচিত। আসন্ন টোকিও অলিম্পিকও অভিশপ্ত। মেনে নিতে না পারলেও এটাই আসল ঘটনা।'

অলিম্পিক আয়োজন করার ব্যাপারে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা এখনও আত্মবিশ্বাসী। এমনকি জাপানের সরকারও অলিম্পিক বাতিল করতে নারাজ। কিন্তু জাপানের অভিজ্ঞ নেতার এই মন্তব্য তাদের পরিকল্পনায় আঘাত করে কি না, সেটাই দেখার। এখনও পর্যন্ত  ৮ হাজার দুইশ জনের বেশি মানুষ করোনাভাইরাস সংক্রমণে মারা গেছেন। দুই লক্ষেরও বেশি মানুষ এই অতিমারি ভাইরাসে আক্রান্ত। বুধবার জাপানে আরও চল্লিশজন করোনা সংক্রমিত হয়েছেন।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ