• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শেখ হাসিনার নির্বাচনি এলাকায় আওয়ামী লীগের সম্মেলন

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২০  

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনি এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া এবং টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন বুধ ও বৃহস্পতিবার। ৫ বছর পর ত্রি-বার্ষিক এই সম্মেলন ঘিরে ব্যস্ত নেতাকর্মীরা। ইউনিয়নগুলোতে চলছে সভা সমাবেশ। বুধবার কোটালীপাড়া এবং বৃহস্পতিবার টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন। এ নিয়ে উপজেলা দুটির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ। কাঙ্ক্ষিত পদ পেতে প্রার্থীদের মধ্যে চলছে তোড়জোড়।

নেতাকর্মীরা মনে করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান, তারাই নির্বাচিত হবেন। আওয়ামী লীগের কোটালীপাড়া উপজেলা সাংগঠনিক সম্পাদক অহিদুল ইসলাম হাজরা বলেন, যাকে তিনি যে পদে দেবেন, সেটাই সে মেনে নেবেন। এখানে প্রার্থী বলতে কিছু নাই। প্রধামন্ত্রী এমপি এই আসনের তিনি গত বছরও দিয়েছেন, এবারও দেবেন।

কমিটিতে অনুপ্রবেশকারীদের ঠেকানোর পাশাপাশি দুর্দিনে যারা দল ও কর্মীদের সঙ্গে ছিলেন তাদের মূল্যায়নের আশা নেতাকর্মীদের। দলটির টুঙ্গিপাড়া সাধারণ সম্পাদক প্রার্থী সাইফুল ইসলাম বলেন, 'একটি আধুনিক ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে সেই নতুন নেতৃত্ব গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সহাযোগিতা করবে।

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর এজেন্ডা সঠিক বাস্তবায়নে সম্মেলন সফল করার চেষ্টা সবার। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বদরুল আলম বদর বলেন, এই সম্মেলন যাতে সফল হয় সে জন্য জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে যতখানি সহায়তা দেয়া দরকার তাই দিচ্ছি।

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ