• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

দৈনিক গোপালগঞ্জ

শেষ মুহূর্তের গোলে জার্মানির মাঠে স্পেনের ড্র

দৈনিক গোপালগঞ্জ

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২০  

এবারের উয়েফা নেশনস লিগে প্রথম জয়ের অপেক্ষায় তখন জার্মানি। রেফারির শেষ বাঁশি বাজবে বাজবে অবস্থা। ঠিক ওই মুহূর্তে মুঠোর মধ্যে থাকা জয়টা ছোঁ মেরে উড়িয়ে নিয়ে গেলো স্পেন। ইনজুরি টাইমের পঞ্চম মিনিটে লা রোজাদের সমতা ফেরানো গোলে হৃদয়ে রক্তক্ষরণ জার্মানদের। বিপরীতে জার্মানির মাঠ থেকে ১-১ গোলে ড্র নিয়ে ফিরে আনন্দে মাতোয়ারা লুই এনরিকের দল।

বৃহস্পতিবার রাতে মার্সিডিস বেঞ্জ অ্যারেনার ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশূন্য। তবে বিরতি থেকে ঘুরে এসে ৫১ মিনিটে জার্মানি এগিয়ে যায় টিমো ভেরনারের গোলে। এবারের গ্রীষ্মের দলবদলে আরবি লাইপজিগ থেকে চেলসিতে নাম লেখানো এই স্ট্রাইকারের গোলটাই জয়ের স্বপ্ন দেখাচ্ছিল জার্মানদের। কিন্তু ইনজুরি টাইমে হোসে গায়া জাল খুঁজে পেলে ড্র করে মাঠ ছাড়ে স্পেন।

এতে এবারের উয়েফা নেশনস লিগে জয়হীনভাবেই থাকতে হলো জার্মানিকে। পাঁচ ম্যাচে একবারও হাসিমুখে মাঠ ছাড়তে পারেনি চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ইওয়াখিম লোর দল দুই ম্যাচে ড্র ও দুটিতে হেরে নেমেছিল স্পেনের বিপক্ষে। লা রোজাদের তারুণ্যনির্ভর দলটির বিপক্ষে বেশ কয়েকটি ভালো সুযোগও তৈরি করেছিল তারা। কিন্তু গোলকিপার দাভিদ দে গেয়ার দারুণ কিছু সেভে ব্যবধান বাড়াতে পারেনি।

নেশনস লিগে প্রথম জয়ের খোঁজে জার্মানি শুক্রবার আতিথ্য নেবে সুইজারল্যান্ডের মাঠে। একই দিনে স্পেন ঘরের মাঠে নামবে ইউক্রেনের বিপক্ষে।

বৃহস্পতিবার রাতের অন্য ম্যাচে ইউক্রেন ২-১ গোলে জিতেছে সুইজারল্যান্ডের বিপক্ষে। এছাড়া রাশিয়া ৩-১ গেলে সার্বিয়াকে, ওয়েলস ১-০ গোলে ফিনল্যান্ডকে ও হাঙ্গেরি একই ব্যবধানে হারিয়েছে তুরস্ককে। 

দৈনিক গোপালগঞ্জ
দৈনিক গোপালগঞ্জ